JanaBD.ComLoginSign Up

বগুড়ায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১০

দেশের খবর 3rd Jun 2016 at 11:37am 171
বগুড়ায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১০

বগুড়ার শেরপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দশজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২২ জন।

শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ধনকুন্ডি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফিন্সের স্টেশন অফিসার সোহেল রানা জানান, ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাক ধনকুন্ডি নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা রেখা এন্টারপ্রাইজের অপর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। আহত হন ২৫ জন। তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুইজন ও শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজনের মৃত্যু হয়। তাৎক্ষণিক হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

এদিকে মহাসড়কে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক আটকে পড়ায় প্রায় পৌনে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের দুপাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়।

Googleplus Pint
Like - Dislike Votes 8 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)