JanaBD.ComLoginSign Up

জুলাই-আগস্টে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর

ক্রিকেট দুনিয়া 3rd Jun 2016 at 3:27pm 292
জুলাই-আগস্টে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর

আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী এ বছরের আগস্টে প্রথমবারের মতো ভারত সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু নির্ধারিত সময়ে সেটি অনুষ্ঠিত হচ্ছে না। কারণ, আগামী জুলাই-আগস্টে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে ভারত।

২০১৪ সালের অক্টোবরে ভারত সফরে এসে মাঝপথেই দেশে ফিরে গিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা। তার পর থেকে ক্যারিবিয়ানদের সঙ্গে সব ধরনের দ্বিপক্ষীয় সিরিজ স্থগিত ঘোষণা করেছিল ভারত। ক্ষতিপূরণ হিসেবে দাবি করেছিল প্রায় ৪২ মিলিয়ন ডলার। তবে ক্রিকেট বোর্ডে রদবদলের পর ক্ষতিপূরণের দাবি থেকে সরে এসেছে ভারত। আর শেষ পর্যন্ত এসব টানাপড়েনের অবসান ঘটিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের ব্যাপারেও সম্মত হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

৯ জুলাই থেকে দুই দিনের প্র্যাকটিস ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের উইন্ডিজ সফর। ১৪ জুলাই থেকে দুই দল খেলবে তিন ম্যাচের প্রস্তুতি ম্যাচ। ২১ জুলাই থেকে শুরু হবে চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।

ভারত শেষবারের মতো ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল ২০১১ সালে। সেবার তারা তিন ম্যাচের টেস্ট সিরিজটি জিতেছিল ১-০ ব্যবধানে।

Googleplus Pint
Like - Dislike Votes 7 - Rating 5.7 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)