JanaBD.ComLoginSign Up

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

সাকিব-শিশিরের সেহরির দাওয়াত, হাজির নাসির-তাসকিন

খেলাধুলার বিবিধ 9th Jun 2016 at 3:11pm 1,169
সাকিব-শিশিরের সেহরির দাওয়াত, হাজির নাসির-তাসকিন

কিছুদিন আগেই সাকিব-শিশির দম্পতির আমন্ত্রণে তার বাসায় বসেছিলো রুপালী আর মাঠের তারকাদের মেলা।

এরই মধ্যে রমজান শুরু হয়েছে। আবারো আমন্ত্রণ জানালেন সাকিব।

তবে এবার সবাই নয়, সেহরির জন্য দাওয়াত দিলেন জাতীয় দলের ফাস্ট বোলার তাসকিন আহমেদ আর অলরাউন্ডার নাসির হোসেনকে।

জাতীয় দলের প্রিয় ভাইয়ের দাওয়াত কি করে মিস করেন তাসকিন-নাসির! তাইতো ভোর রাতে চলে গেলেন বনানীতে সাকিবের রেস্টুরেন্ট, সাকিব’স এ। সেখানে আগে থেকেই সাকিবের সঙ্গে ছিলেন উম্মে আহমেদ শিশির।

সেহরি শেষে ছবিও তোলা হলো। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে প্রকাশ পেতেও সময় নেয়নি।
ছোট ছোট এসব মুহূর্তগুলো বারবার যেন বাংলাদেশ ক্রিকেট দলের সতীর্থদের সম্পর্কগুলো প্রমাণ করে। তারা যেমন মাঠে সবাই এক হয়ে যান তেমনি মাঠের বাইরেও আড্ডায় মেতে থাকেন।

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Noyon Khan
Manager
Like - Dislike Votes 5 - Rating 4 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)