JanaBD.ComLoginSign Up

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

প্রথম সপ্তাহেই ১০০ কোটি কামালো ‘হাউসফুল ৩’

সিনেমা জগৎ 10th Jun 2016 at 9:39am 533
প্রথম সপ্তাহেই ১০০ কোটি কামালো ‘হাউসফুল ৩’

মুক্তির প্রথম সপ্তাহের বক্স ’অফিস কাঁপিয়ে দিল ‘হাউসফুল ৩’। সারা পৃথিবীতে ১০০ কোটির ব্যবসা করল সাজিদ-ফারহাদ পরিচালিত এই ভরপুর কমেডি ছবি।

৩ জুন মুক্তি পেয়েছিল সাজিদ নাদিয়াওয়ালা প্রযোজিত এই মাল্টি স্টারড ছবি। প্রথম উইকেন্ডেই এই ছবির ব্যবসা ছিল ৭৩ কোটি। তার মধ্যে এ দেশে ব্যবসার পরিমাণ ছিল ২৭ কোটির মতো।

বলিউডের প্রথম সারির তিন অভিনেতা অভিষেক বচ্চন, অক্ষয় কুমার এবং রিতেশ দেশমুখ রয়েছেন ছবিতে। সঙ্গে রয়েছেন তিন নায়িকা লিজা হেডেন, জ্যাকলিন ফার্নান্ডেজ এবং নার্গিস ফকরি। প্রথম দিনেই এই ছবির বক্স অপিস কালেকশন ছিল বেশ উপরের দিকেই।

ভারতে ১৫ কোটি ২১ লক্ষ টাকার ব্যবসা করে যাত্রা শুরু করেছিল ‘হাউসফুল ৩’। আর এখন মুক্তি পাওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই নিজের নামের পাশে ১০০ কোটির ট্যাগ দিব্যি পকেটে পুরে ফেলেছে ভরপুর এন্টারটেইনমেন্টের এই ছবি।


জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Mizu Ahmed
Manager
Like - Dislike Votes 4 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)