JanaBD.ComLoginSign Up
জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

কলকাতায় সাড়া ফেলছে বাংলাদেশের ‘নিয়তি’

সিনেমা জগৎ 11th Jun 2016 at 4:13pm 751
কলকাতায় সাড়া ফেলছে বাংলাদেশের ‘নিয়তি’

দেশে মুক্তির আগেই কলকাতায় মুক্তি পেলো দুইবাংলার যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র ‘নিয়তি’। আরিফিন শুভ ও জলি অভিনীত চলচ্চিত্রটি গত শুক্রবার(১০ জুন) ভারতের ৮৩টি সিনেমাহলে একেযোগে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্রটি। মুক্তির প্রথমদিনেই ‘নিয়তি’ ভারতীয় দর্শকের কাছে প্রত্যাশানুযায়ী সাড়া ফেলেছে বলে জানালেন চলচ্চিত্রটির বাংলাদেশী অংশীদার প্রযোজক আব্দুল আজিজ।

তিনি বলেন, ‘প্রত্যাশা থাকলেও এক ধরনের শঙ্কাও ছিল। শুটিং, ডাবিং ,এডিটিংসহ বাংলাদেশের পাত্র-পাত্রী নিয়ে নির্মিত চলচ্চিত্রটি পোর বাংলায় কতোটা গ্রহণযোগ্যতা পাবে- এরকম এক কৌতুহল আমাদের মনেও ছিল। পাশাপাশি একধরনের সঙ্কোচবোধ ছিল। তবে সব কৌতুহল এবং সংশয়কে ভুল প্রমাণ করে শুভ যাত্রাই হলো নিয়তি‘র। মুক্তির প্রথমদিনের প্রথম শো থেকেও সন্তোষজনক ফলাফল পাচ্ছি।’

জানা যায়, কলকাতার দর্শক চলচ্চিত্রটির গল্প,গান এবং লোকেশনের পাশাপাশি আরিফিন শুভ এবং জলির অভিনয়েরও প্রশংসা করছেন।

উল্লেখ্য, জাকির হোসেন রাজু পরিচালিত ‘নিয়তি’চলচ্চিত্রটি দর্শকের সঙ্গে উপভোগ করতে বর্তমানে ভারতে অবস্থান করছেন শুভ। জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে চলচ্চিত্রটির ব্যবসায়িক অংশীদারিত্ব করছে ভারতে এস কে মুভিজ। প্রযোজনা সংস্থা থেকে জানা যায়, ঈদের পরে বাংলাদেশেও মুক্তি পাবে ‘নিয়তি’।

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Like - Dislike Votes 12 - Rating 4.2 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)