JanaBD.ComLoginSign Up

Internet.Org দিয়ে ফ্রিতে ব্রাউজ করুন আমাদের সাইট :) Search করুন , "জানাবিডি ডট কম" পেয়ে যাবেন ।

সাত বছর পর জেমসের অ্যালবাম

মিউজিক ক্যাফে 11th Jun 2016 at 4:46pm 237
সাত বছর পর জেমসের অ্যালবাম

বাংলাদেশ ছাড়িয়ে এখন জেমসের আকাশ ছোঁয়া খ্যাতি। বলিউডে তো রীতিমতো ঝড় তুলেছেন নগরবাউল এই ব্যান্ডতারকা। মাঝে স্টেজ আর সিনেমার গানেই দেখা গেছে তাকে। তবে জেমস ভক্তদের জন্য প্রায় সাত বছর পর নতুন উপহার নিয়ে আসছেন জেমস।

জেমসের নতুন দুটি অ্যালবাম আসছে। জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সর্বশেষ ২০০৯ সালে জেমসের অ্যালবাম প্রকাশিত হয়েছিল। এরপর সাত বছর পর নতুন অ্যালবাম নিয়ে আসছেন জেমস। এর কাজও এরই মধ্যে শুরু হয়ে গেছে। সব কিছু ঠিকমতো এগুলে চলতি বছরেই প্রকাশ পাবে একটি অ্যালবাম এবং আগামী বছর আরও একটি অ্যালবাম প্রকাশ পাবে।’

জেমসের অ্যালবাম দুটি প্রকাশ হবে রবি-ইয়োন্ডার মিউজিক সেবায়। তাদের সঙ্গেই মূলত চুক্তি সম্পন্ন করেছেন তিনি। নিউইয়র্ক ভিত্তিক ইয়োন্ডার মিউজিকের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে রবি-ইয়োন্ডার মিউজিক সেবা চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি।

জেমসের প্রকাশিত একক অ্যালবামগুলো হলো— ‘অনন্যা’ (১৯৮৭), ‘পালাবি কোথায়’ (১৯৯৫), ‘দুঃখিনী দুঃখ করো না’ (১৯৯৭), ‘ঠিক আছে বন্ধু’ (১৯৯৯), ‘আমি তোমাদেরই লোক’ (২০০৩), ‘জনতা এক্সপ্রেস’ (২০০৫), ‘তুফান’ (২০০৬) ও ‘কাল যমুনা’ (২০০৯)।

Googleplus Pint
Like - Dislike Votes 5 - Rating 6 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)