JanaBD.ComLoginSign Up

জিম্বাবুয়ের পুলিশে যোগ দিলেন ধোনি!

খেলাধুলার বিবিধ 17th Jun 2016 at 11:03am 571
জিম্বাবুয়ের পুলিশে যোগ দিলেন ধোনি!

কয়েকদিন আগেই জিম্বাবুয়েকে তাদের মাটিতে ওয়ানডেতে হোয়াইটওয়াশ করেছেন। এবার ব্যস্ত সময়ের ফাঁকে একটু নিজেকে বিনোদন দেয়ার মিশনে নামলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

বাইকের প্রতি অনেক আগেই থেকেই ঝোঁক রয়েছে ধোনির। আফ্রিকান সেই দেশটিতে গিয়েও বাইকের নেশায় মেতে উঠলেন তিনি। হারারে পুলিশের সঙ্গে দেখা করে আর সে লোভ সামলাতে পারেননি ধোনি। কাওয়াসাকি কঙ্কার্সে মডেলের একটি বাইকে করে অনেকক্ষণ টহলও দিয়েছেন ধোনি।

এর আগে গতবছরের সেপ্টেম্বরের দিকে নিজের টুইটার পেজে অনেকগুলো বাইকের ছবি পোস্ট করেন ধোনি। এ সময় ইংলিশ ক্রিকেটার আন্ড্রু ফ্লিনটফের সঙ্গে এই বাইক চালানো নিয়ে অনেক মজাও করেন ধোনি।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হলেও এখনো বাকি রয়েছে টি-টোয়েন্টি সিরিজ। তুলনামূলক তরুণ একটি দল নিয়েই জিম্বাবুয়েকে নাস্তানবুদ করেছে ভারত।

Googleplus Pint
Like - Dislike Votes 6 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)