JanaBD.ComLoginSign Up

ইনজামাম ও মিসবাহর মধ্যে কথা কাটিকাটি!

ক্রিকেট দুনিয়া 17th Jun 2016 at 4:00pm 381
ইনজামাম ও মিসবাহর মধ্যে কথা কাটিকাটি!

একজন পাকিস্তানের নতুন প্রধান নির্বাচক আরেকজন বর্তমান টেস্ট দলের অধিনায়ক। দুজন একসাথে খেলেছেনও। কার কথা কে শুনবেন?

দলের নিয়মিত দুই ওপেনার মোহাম্মদ হাফিজ ও শান মাসুদ। ইংল্যান্ডে টেস্টে পাকিস্তানের হয়ে নতুন বল তারাই সামলাবেন। তো এদের মধ্যে কোনো একজনের সমস্যা হলে কি হবে?

কেন, সামি আসলাম আছে তো। ২০ বছর বয়স। কিন্তু ২টি টেস্ট তো খেলে ফেলেছে। ওপেনই তো করে।

মিসবাহ-উল হকের জবাবটা এমনই ছিল। পাকিস্তানের অধিনায়ক প্রচলিত ভাবনার পথে হেটেছেন। নতুন প্রধান নির্বাচক ইনজামাম-উল হক ভাবলেন, ইংল্যান্ডের কঠিন কন্ডিশনে আসলামের ওপর ভর করলে ঝুঁকিটা একটু বেশি হয়ে যায়। পরিণত না তো সে।

আচ্ছা। মিডল অর্ডার থেকে আজহার আলিকে টান দিলেই তো হয়! অভিজ্ঞতা অনেক। এমনটাই বললেন ইনজি।

এখন মিসবাহ কি বলবেন? পাকিস্তানের সাবেক অধিনায়কের দিকে তাকিয়ে থাকেন বর্তমান জন। ইনজামামকে বলেন, আসলামের ওপর যদি আস্থাই না থেকে থাকে তাহলে তাকে দলে নেওয়ার কি মানে! তাকে তো নির্বাচিত করেছেন ইনজামামই।

লেগে গেল পাকিস্তান দলের থিঙ্ক ট্যাঙ্কের দুই শীর্ষ জনের মাঝে।

হাফিজকে ইনজামাম দলে রেখেছেন একটু ঝুঁকি নিয়েই। শুক্রবার ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ২১ সদস্যের দলের। ২১ সদস্য থেকে কমানো হবে এক সপ্তাহের ক্যাম্পের পর। হাফিজ ইনজুরি থেকে সেরে উঠছেন। কাকুলে দুই সপ্তাহের সামরিক ক্যাম্পেও যোগ দিতে পারেননি। কিন্তু ৪৭ টেস্ট, ১৭৭ ওয়ানডে ও ৭৭টি টি-টোয়েন্টি খেলা হাফিজে ভরসা ইনজির। আর হাফিজেরও বিশ্বাস, সিরিজ শুরুর আগে সেরে উঠতে পারবেন। ১৪ জুলাই শুরু প্রথম টেস্ট।

Googleplus Pint
Mizu Ahmed
Manager
Like - Dislike Votes 5 - Rating 4 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)