JanaBD.ComLoginSign Up
জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

নতুন ছবিতে জুটি বাঁধলেন নিরব-মম

সিনেমা জগৎ 18th Jun 2016 at 4:26am 480
নতুন ছবিতে জুটি বাঁধলেন নিরব-মম

এবার লাক্স তারকা খ্যাত অভিনেত্রী জাকিয়া বারী মম'র সাথে জুটিবদ্ধ হয়ে অভিনয় করতে যাচ্ছেন নিরব। 'আমি শুধু তোর হবো' এটা হচ্ছে নিরব-মম'র নতুন চলচ্চিত্রের নাম।

ছবি পরিচালনা করবেন 'ভোলা তো যায় না তারে' খ্যাত পরিচালক রফিক সিকদার। প্রযোজনা করছেন আব্দুল মজিদ মিল্টন। ছবির নামের বিষয়টি পূর্বেই জানা হয়ে গিয়েছিল, এবার অভিনেতা-অভিনেত্রীর বিষয়টি নিশ্চিত করলেন পরিচালক।

সম্প্রতি নিরব রয়েল খান পরিচালিত গেম রিটার্নস ছবির শুটিং শেষ করলেন। এরইমধ্যে শুক্রবার বিকেলে নতুন ছবিটিতে চুক্তিবদ্ধ হলেন এই তারকা। এদিন মমও চুক্তিপত্রে সাক্ষর করেন। ছবির কাহিনি লিখেছেন রফিক শিকদার নিজেই।

'আমি শুধু তোর হবো' ছবিতে নিরবকে দেখা যাবে অমিত চরিত্রে। আর নীলিমার নাম ভূমিকায় অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী মম।

এ বিষয়ে মম কালের কণ্ঠকে বলেন, রফিক সিকদারের কাজ দেখেছি। এর আগের ছবিটি দেখার পর মনে হলো তার নতুন ছবির গল্পটি পড়ে দেখা যায়। 'আমি শুধু তোর হবো' গল্পটিও বেশ লেগেছে আমার কাছে। আর নিরবের সাথে প্রথম কাজ আশা করি ভালই হবে।

নিরব বলেন, রফিক সিকদার কাহিনি নির্ভর ছবি নির্মাণ করেন। তার গল্প আসলেই ভাল। আর মমর সাথে নতুন কাজ। বেশ উপভোগ্যই হবে মনে হচ্ছে। একই সাথে বলবো দর্শকদেরও ভাল লাগবে।

শিগগির ঢাকাসহ দেশের বিবিন্ন অঞ্চলে ছবির শুটিং হবে বলে পরিচালক সূত্রে জানা গেছে।

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Like - Dislike Votes 2 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)