JanaBD.ComLoginSign Up

Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

সাড়ে ছয় বছরের শিশু ধর্ষণের শিকার

দেশের খবর 19th Jun 2016 at 2:25pm 489
সাড়ে ছয় বছরের শিশু ধর্ষণের শিকার

কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নে ধর্ষণের শিকার হয়েছে সাড়ে ছয় বছরের এক শিশু। গত শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

শিশুটির বাবা জানান, প্রতিদিনের মতো বিকেলে পাশের বাড়িতে প্রাইভেট পড়তে যায় তাঁর মেয়ে। সন্ধ্যার আগে বাড়ি ফেরার পথে মেয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যা সোয়া ৭টায় পাশের বাড়ির মো. ইসমাইল (৩৫) ও বিল্লাল (৪২) সুপারি বাগানে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে মেয়েকে।

শিশুটির বাবা আরো বলেন, ‘মেয়ের রক্তপাত ও আঘাতের চিহ্ন দেখে প্রথমে কৈলাইন বাজারের একটি ক্লিনিকে নিয়ে যাই। পরে রাতেই চাঁদপুরের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করাই। সেখানে অবস্থার অবনতি ঘটলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করাই। বর্তমানে সে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী জানান, এ বিষয়ে মামলা হয়েছে। তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ইসমাইল, বিল্লাল ও মোশাররফ নামে তিনজনকে আটক করে পুলিশ। তবে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না থাকায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

Googleplus Pint
Like - Dislike Votes 8 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)