JanaBD.ComLoginSign Up
জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

বাচ্চাকে খুনের অপরাধে শুকরের ফাঁসি!

সাধারন অন্যরকম খবর 19th Jun 2016 at 2:52pm 279
বাচ্চাকে খুনের অপরাধে শুকরের ফাঁসি!

পশু বধের নানা কথাই আমরা জানি। কিন্তু, শুয়োর বধের এমন কথা জানা গিয়েছে বলে মনে হয় না।

ঘটনাটি ঘটেছিল আজ থেকে কয়েক শ’বছর আগে ফ্রান্সে। সালটা ছিল ১৩৮৬। এক শিশুকে বিভৎসভাবে আঘাত করার অভিযোগ ছিল শুয়োরটি বিরুদ্ধে। আঘাত এতটাই মারাত্মক ছিল যে শিশুটি শেষপর্যন্ত মারা যায়।

অভিযুক্ত শুয়োরটিকে আদালতের এজলাসেও তোলা হয়। এমনকী, বিচার চলার সময় শুয়োরটিকে মানুষের জামা কাপড় পরিয়ে দেওয়া হয়েছিল। আদালতের রায়ে শুয়োরটি দোষী সাব্যস্ত হয়।

শহরের মানুষের জমায়েতে করার স্থানে শুয়োরটিকে ফাঁসির কাঠে ঝোলানোও হয়। এমনকী, এই ঘটনার সাক্ষী হতে সেদিন অসংখ্য মানুষ সেখানে ভিড়ও করেছিল।

যদিও, অনেক ইতিহাসবিদের মতে, শুয়োর নিধনের এই উদ্যোগটা ছিল আসলে মাংস খাওয়ার ছল। -এবেলা

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Noyon Khan
Manager
Like - Dislike Votes 3 - Rating 3.3 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)