JanaBD.ComLoginSign Up

সমকামী ছিলেন এন শ্রীনিবাসন!

খেলাধুলার বিবিধ 20th Jun 2016 at 2:33pm 298
সমকামী ছিলেন এন শ্রীনিবাসন!

সমকামী ছিলেন এন শ্রীনিবাসন! - এমন চাঞ্চল্যকর তথ্য দিলেন তার পূত্র অশ্বিন শ্রীনিবাসন। শুধু তাই নয়, আর নিজের পাপের অতীত মুছে ফেলতেই এবার পরিবারের উপর চড়াও হয়েছেন বলেও দাবি জুনিয়র শ্রীনিবাসনের।

এমনকি অরল্যান্ডো হত্যাকান্ডের খুনী ওমর মতিনের সঙ্গে বাবার তুলনা করেছেন সমকামী ছেলে ও তার সঙ্গী অভি মুখার্জী। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সাবেক সভাপতি ও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাবেক এই চেয়াম্যানের শাস্তিও দাবি করেছেন তারা!

ভারতীয় গণমাধ্যম ডিএনএকে অশ্বিন বলেন, ‘অরল্যান্ডোর খুনী ওমর মতিনের মত আমার বাবাও অতিতের সমকামীতার পাপের ইতিহাসকে ধ্বংস করতে চেয়েছেন। তার দাবী তিনি বদলে গেছেন আর সেটা আমাদের উপর চাপিয়ে দিয়েছেন। আর এখন তার সমকামীদের প্রতি ভীতির নজীর পাওয়া দুস্কর।’

এর আগেও অশ্বিন অভিযোগ করেছিলেন, তার বাবা তাদের সমকামীতা মেনে নিতে না পেরে সবসময় অত্যাচার করেন।

আশ্বিন ও তার সঙ্গী অভি যখন মাদকাসক্ত ছিলো, তখন তার বাবা-মা ও ডাক্তার মিলে তাদেরকে কথা দেয় মাদক ছাড়লে তাদের সম্পর্ক মেনে নেওয়া হবে। কিন্তু তা আসলে হয়নি।

শ্রীনিবাসন পূত্রের ভাষায়, ‘আমার মা আমাদেরকে বলেছিলেন দুই মাসের মধ্যে তারা আমাদের জন্য আলাদা বাড়ি খুঁজে দেবে। কারণ, পরিবারের সঙ্গে থাকলে সবার সামনে তাদেরকে লজ্জার মুখে পড়তে হবে।’

তার দাবি, এখন পর্যন্ত তা হয়নি। আশ্বিন গণমাধ্যমের কাছে অভিযোগ করেন, দুই মাসের জায়গায় দুই বছর হয়ে গেছে। উল্টো তাদেরকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তাদের পাসপোর্ট, পরিচয়পত্র সব নিয়ে নেওয়া হয়েছে।

এমন অবস্থায় দু’জনেই কোনো এনজিওর সাহায্যের অপেক্ষা করছেন বলে জানা গেছে। যারা কিনা বিভিন্ন সামাজিক সমস্যার বিরুদ্ধে কাজ করে। অশ্বিন বলেছেন, ‘আমরা আশাবাদী তারা আমাদেরকে সাহায্য করতে পারবে আর আমরা এমন অবস্থা থেকে বের বের হয়ে যেতে পারবো।’

তথ্যসূত্রঃ প্রিয়.কম

Googleplus Pint
Mizu Ahmed
Manager
Like - Dislike Votes 7 - Rating 4.3 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)