JanaBD.ComLoginSign Up

ক্যামেরার চার্জ দীর্ঘক্ষন ধরে রাখার উপায়!

বিবিধ টেক 20th Jun 16 at 10:51pm 254
ক্যামেরার চার্জ দীর্ঘক্ষন ধরে রাখার উপায়!

স্মার্টফোনের এই যুগে ক্যামেরার চাহিদা পুরোপুরি ফুরিয়ে যায়নি। সৌভিন ছবি তোলার ক্ষেত্রে বিভিন্ন ট্যুরে ও পারিবারিক অনুষ্ঠানে এখনো ক্যামেরার ব্যবহার দেখা যায়।

তবে বাইরে ট্যুরে গিয়ে অনেকেই ক্যামেরা নিয়ে বিপত্তিতে পড়েন। অনেকে হঠাৎ করেই লক্ষ্য করেন যে তাদের প্রিয় ও দরকারি ক্যামেরাটির চার্জ ফুরিয়ে যাচ্ছে।

ফলে সুন্দর মুহূর্তগুলো ধরে রাখা যাবে কিনা তা নিয়ে শঙ্কায় পড়তে হয়। নিচে ক্যামেরার চার্জ ধরে রাখার কয়েকটি টিপস তুলে ধরা হলো :

১. ছবি তোলার আগে মোবাইল বা ক্যামেরার অটো ফ্লাশ বন্ধ করুন। প্রয়োজনমত ফ্লাশ ব্যবহার করুন। এক্ষেত্রে আলাদা ব্যাটারি সম্বলিত অতিরিক্ত একটি ফ্লাশ নেওয়াই ভাল। প্রয়োজন ছাড়া ব্যাটারি খরচ করা উচিত নয়।

২. অটো ফ্লাশের পর সম্ভব হলে ক্যামেরার অটো মুডটিও বন্ধ করে দিন। পরিবেশ বা ছবি তোলার লক্ষ্যবস্তু বুঝে ক্যামেরার ম্যানুয়াল মুড ব্যবহার করতে হবে।

৪. লক্ষ্যবস্তু যদি অন্ধকার বা ঘোলা হয় তাহলে ক্যামেরায় স্টিল ফোকাস ব্যবহার করতে হবে।

৫. ক্যামেরার এলসিডি রিভিউ স্ক্রিন বন্ধ করতে হবে। ছবির রেজুলেশন বা সাইজ যেমন প্রয়োজন তেমন অনুসারে ছবি তুলতে হবে।

৬. প্রয়োজন অনুসারে ফিচার ব্যবহার করতে হবে। অপ্রয়োজনীয় ফিচার বন্ধ রাখতে হবে। ফিচার বেশি ব্যবহার করলে ব্যাটারি বেশি নষ্ট হয়।

৭. বেড়াতে বের হওয়ার সময় ছবি দেখা, এডিট বা ডিলিট করতে যাবেন না। এতে প্রচুর ব্যাটারি নষ্ট হয়। আধুনিক ডিএসএলআর বা কমপ্যাক্ট ক্যামেরায় নানাবিধ এডিটিং ফিচার থাকে যার মাধ্যমে ছবি এডিট করতে আপনাকে প্রলুব্ধ করবে। কিন্তু ব্যাটারির চার্জ সংরক্ষণের স্বার্থে আপনাকে এ লোভ সামলাতে হবে। এডিটিংয়ের কাজ বাড়িতে ফিরে এসেই হোক না।

৮. ক্যামেরা বার বার অন বা অফ করবেন না। আধা ঘন্টার মধ্যে আর ছবি তোলা লাগবে না এমন পরিস্থিতিতে ক্যামার বন্ধ রাখুন।

৯. বার বার জুম ব্যবহার থেকে বিরত থাকুন। প্রয়োজন অনুসারে ম্যানুয়ালি জুম করুন।

১০. আপনার শখের ক্যামেরাটিকে ঠান্ডা, বরফ বা পানি থেকে দূরে রাখুন।

১১. ছবি তোলার সময় ছাড়া ক্যামেরাটিকে ‘অটো পাওয়ার সেভিং’ মুডে রাখুন। ক্যামেরায় যদি অপশনটি থাকে তাহলে এটা সব সময় ব্যবহার করুন।

১২. কখনও রেড আই কমপেনশন ফিচার ব্যবহার করবেন না।

১৩. প্রয়োজন অনুসারে ক্যামেরার রেজুলেশন ব্যবহার করুন। মনে রাখবেন ছবির রেজুলেশন যত বেশি হবে ক্যামেরার ব্যাটারি তত দ্রুত শেষ হবে। সচারচার ছবি তোলার জন্য বেশি রেজুলেশনের প্রয়োজন হয় না।

১৪. ফোকাসের জন্য এলসিডি স্ক্রিনের পরিবর্তে ভিউ ফাইন্ডার ব্যবহার করুন।

১৫ . পশু পাখির ছবি ছাড়া অন্য সময় মাল্টিপল শর্ট ফিচার ব্যবহার করা থেকে বিরত থাকুন। সব সময় সিঙ্গেল শর্ট মুড ব্যবহার করুন।

১৬. রাতে ক্যামেরা থেকে ব্যাটারি খুলে রাখুন।

১৭. ক্যামেরার সাটার বাটন বার বার চাপা থেকে বিরত থাকুন। শুধু ছবি তোলার উদ্দেশ্যেই সাটার চাপুন।

১৮. ভালো ও দ্রুত কাজ করে এমন মেমরিকার্ড ব্যবহার করুন। এতে আপনার তোলা ছবি দ্রুত সেভ হবে এবং আপনি দ্রুততম সময়ে আরেকটি ছবির জন্য চেষ্টা করতে পারবেন।

১৯. আপনার কাছে যদি একের অধিক ফ্লাশ থাকে তাহলে ছবি তোলার সময় একটিই ব্যবহার করুন। সেটি শেষ হলে অন্যটি ব্যবহার করুন।

২০. আগের ছবিগুলো যথাযথভাবে সংরক্ষণ করুন। নতুন ছবি তুলতে যাওয়ার আগে মেমরিকার্ডটি ফরমেট দিয়ে নিন। এটা আপনার মেমরিকার্ডকে ভালো ও দ্রুত কার্যকরী করে তুলবে।

Googleplus Pint
Noyon Khan
Manager
Like - Dislike Votes 16 - Rating 8.8 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি
অ্যান্ড্রয়েড ৮-এ থাকবে ১০টি নতুন ফিচার অ্যান্ড্রয়েড ৮-এ থাকবে ১০টি নতুন ফিচার
Aug 23 at 8:09pm 837
আজ উন্মুক্ত হচ্ছে গুগলের নতুন অপারেটিং সিস্টেম আজ উন্মুক্ত হচ্ছে গুগলের নতুন অপারেটিং সিস্টেম
Aug 21 at 1:19pm 602
সারাহা অ্যাপ সম্পর্কে এই তথ্য গুলো জানেন? সারাহা অ্যাপ সম্পর্কে এই তথ্য গুলো জানেন?
Aug 13 at 9:33am 652
ও’র চূড়ান্ত বেটা সংস্করণ প্রকাশ করলো গুগল ও’র চূড়ান্ত বেটা সংস্করণ প্রকাশ করলো গুগল
Jul 25 at 11:55pm 325
এসে গেলো ব্লুটুথের নতুন ভার্সন এসে গেলো ব্লুটুথের নতুন ভার্সন
May 31 at 6:11pm 1,117
অ্যান্ড্রয়েডের নতুন ভার্সনে নতুন যা থাকছে অ্যান্ড্রয়েডের নতুন ভার্সনে নতুন যা থাকছে
May 18 at 6:17pm 854
সাবধান এবার স্মার্টফোনেও র‍্যানসমওয়্যার ভাইরাস! সাবধান এবার স্মার্টফোনেও র‍্যানসমওয়্যার ভাইরাস!
May 18 at 2:55pm 414
অ্যান্ড্রয়েডের পরবর্তী সংস্করণ কি ওরিও? অ্যান্ড্রয়েডের পরবর্তী সংস্করণ কি ওরিও?
May 17 at 12:58pm 484

পাঠকের মন্তব্য (0)

Recent Posts আরও দেখুন

টিভিতে আজকের খেলা : ২১ অক্টোবর, ২০১৭
টিভিতে আজকের চলচ্চিত্র : ২১ অক্টোবর, ২০১৭
হৃত্বিক-কঙ্গনা বিতর্কে মুখ খুললেন সুজান খান
শ্রীলঙ্কাকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দিলো না পাকিস্তান
বৃষ্টির দিনে প্রেম করার ৭ সুবিধা
ছেলেকে নিয়ে কারিনা, মেয়েকে নিয়ে শহিদ
সাকিবদের দলে দুই চাইনিজ ক্রিকেটার
ইতিহাস গড়লেন ক্রিস লিন