JanaBD.ComLoginSign Up
জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

‘আন্দাজ আপনা আপনা’র সিকুয়ালে ফিরতে রাজি আমির!

সিনেমা জগৎ 21st Jun 2016 at 3:48am 309
‘আন্দাজ আপনা আপনা’র সিকুয়ালে ফিরতে রাজি আমির!

বলিউড সিনেমা ‘আন্দাজ আপনা আপনা’র কথাতো সবার মনে আছে। সেখানে একসঙ্গে শেষ দেখা গেছে দুই খান—আমির এবং সালমানকে। সাম্প্রতিক সময়ে জোরেশোরে শোনা যাচ্ছে, সিকুয়াল আসতে পারে সিনেমাটির। নতুন খবর হল, আবারও বন্ধুর সঙ্গে সেই চরিত্রে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন আমির।

রাজকুমার সান্তোশি পরিচালিত ‘আন্দাজ আপনা আপনা’ আজও খান ভক্তদের জন্য 'সামথিং স্পেশাল'। এরপর আর এক সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি দুই খানকে।

‘আন্দাজ আপনা আপনা টু’ নির্মাণের কাজ হাতে নিয়েছেন ‘কুইন’ খ্যাত পরিচালক ভিকাস বেহেল এবং বিক্রমাদিত্য মোটওয়ানি। যদিও সিকুয়ালে নতুন প্রজন্মের তারকাদের নেয়ার খবরই ভাসছে বাতাসে, তবে আমির জানালেন, চিত্রনাট্য ভাল হলে সালমানের সঙ্গে এই সিকুয়ালে অভিনয় করতে রাজি তিনি।

আমির বলেন, “সালমানের সঙ্গে ‘আন্দাজ আপনা আপনা টু’তে কাজ করতে আমার খুব ভাল লাগবে। যদি চিত্রনাট্য ভাল হয়, আমরা অবশ্যই কাজ করবো। সালমানের সঙ্গে আবারও কাজ করতে চাই, তবে দরকার সঠিক চিত্রনাট্য।

আমার বিশ্বাস সালমানেরও আপত্তি থাকবে না।” বৃহস্পতিবার এনডিটিভিকে বলেন আমির।

কমেডি ধাঁচের সিনেমা ‘আন্দাজ আপনা আপনা’তে আমির-সালমানের সঙ্গে জুটি বেঁধেছিলেন নব্বইয়ের দশকের দুই জনপ্রিয় নায়িকা কারিশমা কাপুর এবং রাভিনা ট্যান্ডন। এছাড়াও সিনেমাতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন পরেশ রাওয়াল। ওদিকে হিন্দি সিনে জগতের অন্যতম আইকনিক চরিত্র ‘ক্রাইম মাস্টার গোগো’র ভূমিকায় ছিলেন শক্তি কাপুর।

সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৯৪ সালে। ওই বছর খুব একটা সাড়া জাগাতে না পারলেও পরবর্তী প্রজন্মের কাছে বেশ সমাদৃত হয় সিনেমাটি। বিশেষ করে ২০০০ পরবর্তী সালগুলোতে ডিভিডি বিক্রির সংখ্যায় এই সিনেমাটিই অবস্থান করছে শীর্ষে।

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Noyon Khan
Manager
Like - Dislike Votes 4 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)