JanaBD.ComLoginSign Up

ওবামা চাকরি খুঁজছে!

আন্তর্জাতিক 21st Jun 2016 at 2:48pm 374
ওবামা চাকরি খুঁজছে!

মার্কিন যুক্তরাষ্ট্রে এখন বইছে নির্বাচনী হাওয়া। ট্রাম্প আর হিলারি নিয়ে মেতেছেন সবাই।

এরই মধ্যে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার বিদায়ের সময়ও ঘনিয়ে এসেছে। তো প্রেসিডেন্ট পদ ও হোয়াইট হাউসের বিলাসী জীবন ছাড়ার পর কি করবেন তিনি?-যুগান্তর

এমন প্রশ্নের উত্তরে মজার তথ্য জানালেন ওবামা। নতুন চাকরি খুঁজতে নিজেকে লিংকডইনে জুড়ে দিবেন বলে জানিয়েছেন তিনি।

সোমবার সিলেক্টইউএসএ ফরেইন ইনভেস্টমেন্ট সামিটে দেয়া বক্তৃতায় ওবামা বলেন, 'আর মোটে সাত মাস, কিংবা তেমনই, এরপর নিজেকে জব মার্কেটে ছেড়ে দেব।

লিংকডইনে সক্রিয় থাকব, দেখি কী কাজ পাওয়া যায়।'

অনুষ্ঠানে নিজের কৈশোরের চাকরি জীবনের স্মৃতিচারণও করেন ওবামা। হনলুলুতে বাসকিন-রবিন্স আইসক্রিমের বিক্রেতা হিসেবে তখন কাজ করতেন তিনি।

ওবামা বলেন, 'আমার প্রথম চাকরি একেবারেই আকর্ষণীয় ছিল না। তবে সেই চাকরি আমাকে অনেক মূল্যবান শিক্ষা দিয়েছে। যেমন: দায়িত্বশীলতা, কঠোর পরিশ্রম, কাজের সঙ্গে পরিবার, বন্ধু, স্কুলজীবনের সমন্বয়।’

Googleplus Pint
Noyon Khan
Manager
Like - Dislike Votes 6 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)