JanaBD.ComLoginSign Up

শিয়াল ও চিতাবাঘ

ঈশপের গল্প 22nd Jun 2016 at 2:48am 616
শিয়াল ও চিতাবাঘ

এক শেয়াল আর এক চিতাবাঘের মধ্যে তর্ক চলছিল কে বেশী সুন্দর তাই নিয়ে। চিতাবাঘ তার গায়ের একটার পর একটা বাহারী ছবির মত দাগ দেখিয়ে প্রমাণ করতে লাগলো সে দেখতে কত সুন্দর। শেয়ালকে সে বলতে লাগলে- "তুমি জানো আমার ফটোতে কয়টা করে লাইক পড়ে? সে সম্পর্কে তোমার কোন ধারনাই নাই।"

শিয়াল বললো- "আমিতো কোন ফটোই আপলোড করিনা। আমার লেখা রোমান্টিক গল্প আর কবিতা পড়েই শিয়ালীরা আমার প্রেমে পড়ে যায়। ওরে সুদর্শন চিতাবাঘ, শুধু সুন্দর চেহারা থাকলেই প্রেম করা যায়না। ভেতরে রোমান্স থাকতে হয়রে পাগলা। আমিতো জানি, তুই এই পর্যন্ত একটাও প্রেম করতে পারিস নাই। আর আমার পিছে শিয়ালীদের লাইন লেগে থাকে।"

শিয়ালের কথা শুনে চিতাবাঘের মনটাই খারাপ হয়ে গেলো। সত্যিই তো সে এ পর্যন্ত একটা প্রেমও করতে পারলোনা। আর ওর চোখের সামনে দেখিয়ে দেখিয়ে একটার পর একটা প্রেম করে যাচ্ছে শিয়াল।

চিতাবাঘকে তার স্মার্টফোনে একটি সুন্দরী শিয়ালীর ছবি দেখিয়ে শিয়াল বলতে লাগলো- "এই দেখ এর নাম নায়লা। আজ ওর সাথে ফাস্ট ডেটিংয়ে যাচ্ছি। দোয়া রাখিস।"

বলেই শিয়াল নায়লাকে রিপ্লাই করলে- " সো, তাহলে আজ দেখা হচ্ছে?"

আধুনিক মোরালঃ ফেসবুকে সুন্দর ছবি আপলোড করলেই প্রেম করা যায়না।

Googleplus Pint
Like - Dislike Votes 13 - Rating 5.4 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)