JanaBD.ComLoginSign Up

স্টার জলসার সেই অরণ্য সিংহ এবার বড়পর্দায় মিমির নায়ক!

সিনেমা জগৎ 23rd Jun 2016 at 3:25am 2,582
স্টার জলসার সেই অরণ্য সিংহ এবার বড়পর্দায় মিমির নায়ক!

কলকাতার জনপ্রিয় নায়িকা মিমির সাথে এবার জুটি বাঁধলেন স্টারর জলসায় প্রচারিত বহুল আলোচিত সিরিয়াল ‘বোঝেনা সে বোঝেনা’র অভিনেতা যশ দাসগুপ্ত। অবশ্য যশকে সবাই অরণ্য সিংহ রায় হিসেবেই চিনেন।

কেন না, পাখি সিরিয়ালে তার নাম যে অরণ্য। আর
তাই তো প্রকৃত নামটা তার চরিত্রের নামের সাথে সাথে ঢেকে গেছে। সে যা হোক, অরণ্য সিংহ রায় বড় পর্দায় সুযোগ পেয়েছেন, এটাই তার ভক্তদের জন্য দারুণ সুখবর।

ভেঙ্কটেশ ফিল্মসর ১০১ নম্বর প্রযোজনায় নাম ঠিক না হওয়া এই ছবিটি পরিচালনা করবেন নির্মাতা বিরসা দাসগুপ্ত। এই ছবিতে যশ, মিমির সঙ্গে রয়েছেন অঙ্কুশ ও নুসরাত জাহানও।

নির্মাতা সূত্র জানিয়েছে, খুব শিগগিরই এই ছবির শুটিং শুরু হবে। সে লক্ষ্যে ছবিটির শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। এখন যশ ও মিমি ভক্তদের অপেক্ষার পালা।

Googleplus Pint
Noyon Khan
Manager
Like - Dislike Votes 4 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)