JanaBD.ComLoginSign Up

তিন লাক্স তারকার সঙ্গে হাসান জাহাঙ্গীরের প্রেম!

নাটক ও টেলিফিল্ম 23rd Jun 2016 at 5:33pm 251
তিন লাক্স তারকার সঙ্গে হাসান জাহাঙ্গীরের প্রেম!

বিনোদন প্রতিবেদক: দেশের একজন জনপ্রিয় অভিনেতা হাসান জাহাঙ্গীর। অভিনয়ের মাধ্যমে নিজেকে শক্ত করেই পর্দায় ধরে রেখেছেন তিনি। শুধু অভিনয়ই না তিনি নিয়োমিত লেখা-লেখিও করেন। দেশ এবং দেশের বাইরে প্রকাশিত হয়েছে তার লেখা গ্রন্থ সমূহ। তবে লক্ষ্য একটাই অভিনয়। আর গুনগত ও রুচিশীলতা বিবেচনা করেই তিনি পর্দায় কাজ করেন।

প্রতিবারের ন্যয় এবারও ঈদ-উল ফিতর উপলক্ষে ‘হাসান জাহাঙ্গীর’ তিন লাক্স তারকা নিয়ে এক সঙ্গে নাটকে কাজ করেছেন। নাটকের নাম ‘প্রথম ভালোবাসা’। নাটকটি রচনা করেছেন মারুফ রেহমান ও পরিচালনায় ছিলেন হাসান জাহাঙ্গীর।

‘প্রথম ভালোবাসা’য় অভিনয় করেছেন দেশের খ্যাতিমান তিন লাক্স তারকা বাঁধন, প্রসূন আজাদ ও এ্যালভিন।

নাটকটির গল্প নিয়ে হাসান জাহাঙ্গীর বিডি টুয়েন্টিফোর লাইভকে বলেন, অনেক সুন্দর এবং মজার একটা গল্প নিয়ে নির্মিত ‘প্রথম ভালোবাসা’। ছোট বোনের সাথে প্রেম এবং অজান্তেই বাগদান হয়ে যায় বড় বোনের সাথে। অন্যদিকে তাদের মামাতো বোন আমাকে নিয়ে স্বপ্ন দেখে। আর এই ভাবেই চলতে থাকে নাটকের গল্প। আশা করি দর্শক অনেক ভালো একটি নাটক দেখতে পাবেন।

‘প্রথম ভালোবাসা’ আসছে ঈদে আরটিভিতে প্রচারিত হবে বলে জানিয়েছেন নির্মাতা।

Googleplus Pint
Like - Dislike Votes 9 - Rating 6.7 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)