JanaBD.ComLoginSign Up

বিয়ের জন্য মরিয়া সালমান

বিবিধ বিনোদন 24th Jun 2016 at 4:32pm 465
বিয়ের জন্য মরিয়া সালমান

কবে বিয়ে করছেন সালমান খান? বলিপাড়ায় সবচেয়ে চর্চিত প্রশ্ন এটি। বয়স ৫০ পার হলেও এখনো বিয়ে করেন নি সাল্লু ভাই। তাই সবাই ভেবেই নিয়েছেন বিয়ের কোনো ইচ্ছেই হয়তো নেই এ অভিনেতার।

কিন্তু সম্প্রতি বলিউডের ‘ভাইজান’ জানালেন বিয়ের জন্য মরিয়া তিনি। সুলতান সিনেমার প্রচারণায় ‘সারেগামাপা’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এ অভিনেতা।

এ সময় সালমান বলেন, ‘আমি বিয়ের জন্য মরিয়া হয়ে আছি কিন্তু সব সময় বিপরীত পক্ষের জন্য অপক্ষোয় থাকতে হয়। পুরুষের বলার কিছু নেই। নারীরাই সব ঠিক করে।’

সেখানে জাগপ্রীত বাজওয়া নামের একটি প্রতিযোগী সালমানের কাছে জীবনসঙ্গী কীভাবে পাওয়া যাবে তার পরামর্শ চান। জবাবে সালমান বলেন, ‘আপনি ভুল মানুষকে নির্বাচন করেছে, জাগপ্রীত। এ ব্যাপারে আমি খুবই দুর্ভাগা। এ বিষয়ে আমাকে নিয়ে মানুষের ধারণা সম্পূর্ণ ভুল।’

এ শোয়ের মেনটর মিকা সিং বলেন, ‘আমি সালমান ভাইয়ের বড় ভক্ত এবং তার পদাঙ্ক অনুসরণ করব। যখন সালমান ভাই বিয়ে করবেন আমিও সেই বছরই বিয়ে করব।’

মিকা সিং ছাড়াও এ শোয়ে উপস্থিত ছিলেন সংগীত পরিচালক প্রীতম এবং কম্পোজার সাজিদ-ওয়াজিদ।

Googleplus Pint
Mizu Ahmed
Manager
Like - Dislike Votes 4 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)