JanaBD.ComLoginSign Up

এবার হলিউড মুভিতে দেখা যাবে সোনমকে?

সিনেমা জগৎ 24th Jun 2016 at 5:23pm 398
এবার হলিউড মুভিতে দেখা যাবে সোনমকে?

সোনম কাপুর হঠাৎই উড়ে গিয়েছেন আমেরিকায়। কিন্তু কেন? যারা সোশাল মিডিয়ায় সোনমকে ফলো করেন, তারা সকলেই জানেন যে, নিজের সবকিছুর আপডেট সোনম তার সোশাল মিডিয়া অ্যাকাউন্টে দিতে থাকেন। কিন্তু এবার সোনম চুপি চুপি উড়ে গিয়েছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে।

এই বিষয়ে টুইটারে কোনো টুইট তিনি করেননি, ফেসবুকে কোনো স্টেটাসও দেননি, এমনকি ইন্সটাগ্রামেও কোনো ছবিও পোস্ট করেননি। আর তাই তো অনেকের মনে সন্দেহ জেগেছে, নিশ্চয়ই সোনম হলিউডের কোনো ছবিতে অডিশন দিতে লস অ্যাঞ্জেলসের পথে রওনা দিয়েছেন। তা না হলে কেন এত রাখঢাক?

সোনমের যেকোনো বিদেশযাত্রায় সফরসঙ্গী হন তার ছোট বোন রিয়া কাপুর। এবার রিয়াও যাননি তাঁর সঙ্গে। তাই বোঝাই যাচ্ছে, এই সফর শুধুই ছুটি কাটানোর উদ্দেশ্যে নয়। হয়তো কাজের জন্যই এবার লস অ্যাঞ্জেলসে গিয়েছেন সোনম। বাবা অনিল কাপুর অনেক আগেই হলিউডের ছবিতে কাজ করেছেন। এবার কী তাহলে সোনমও সেই পথে?

Googleplus Pint
Mizu Ahmed
Manager
Like - Dislike Votes 6 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)