JanaBD.ComLoginSign Up

কঙ্গনা যা ভয় পান

বিবিধ বিনোদন 25th Jun 2016 at 4:04pm 314
কঙ্গনা যা ভয় পান

বলিউডের বর্তমান সময়ের সবচেয়ে সফল অভিনেত্রীদের মধ্যে একজন কঙ্গনা রাণৌত। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি জনপ্রিয় এবং ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন এ অভিনেত্রী।

ব্যক্তিগত জীবনে কাউকে ছেড়ে কথা বলেন না কঙ্গনা। এমনকি কাউকে ভয় পেয়ে পিছ পা হবার পাত্রীও তিনি নন। কিন্তু একটি বিষয়ে ভয় রয়েছে তার।

সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে নিজের ভয়ের কথা জানিয়েছেন কঙ্গনা রাণৌত। তিনি বলেন, ‘আমি সাপ ভয় পাই। আমি সাপ খুব খুব ভয় পাই। আমি প্রতিজ্ঞা করেছিলাম বিষয়টি কাউকে বলব না কারণ বন্ধু এবং সহকর্মীরা ভয়ের বিষয় নিয়ে বিভিন্ন সময় মজা করে থাকে।’

এছাড়া অনুষ্ঠানে স্বল্পদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করতে চান কি না? এমন প্রশ্নের জবাবে কঙ্গনা বলেন, ‘আমার ইচ্ছে রয়েছে। পূর্ণ্যদৈর্ঘ্য সিনেমায় যারা অভিনয় করেন তাদের জন্য স্বল্পদৈর্ঘ্য সিনেমা খুবই কঠিন একটি বিষয় এবং সম্পূর্ণ ভিন্ন একটি জগৎ।’

বর্তমানে রেঙ্গুন সিনেমার কাজ করছেন কঙ্গনা রাণৌত। সিনেমায় তার সঙ্গে রয়েছেন শহিদ কাপুর এবং সাইফ আলী খান। সিনেমাটি পরিচালনা করেছেন বিশাল ভরদ্বাজ।

Googleplus Pint
Mizu Ahmed
Manager
Like - Dislike Votes 4 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)