JanaBD.ComLoginSign Up

'তখন পুরুষসঙ্গ ভয় পেতাম'

বিবিধ বিনোদন 30th Jun 2016 at 11:06am 1,043
'তখন পুরুষসঙ্গ ভয় পেতাম'

ক্যারিয়ারের প্রথম জীবনে পুরুষসঙ্গ ভয় পেতেন বলে জানিয়েছেন টালিউড অভিনেত্রী কনিনীকা বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি মুক্তি পওয়া 'ষড়রিপু' সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। সে প্রসঙ্গে আনন্দবাজার পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।

কনিনীকা বলেন, আমি তখন পুরুষসঙ্গ ভয় পেতাম। সিগারেট-মদ খাওয়াকে খারাপ ভাবতাম। লাজুক ছিলাম। এভাবে কি ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় নাকি? ‘তিন এক্কে তিন’ ছবিতে আমার একটা ডায়লগ ছিল —‘ট্যালেন্ট মারিয়ে কিছু হয় না।’ আজ জানি এটা কতটা খাঁটি।

ক্যারিয়ারে প্রথম দিকের কথা উল্লেখ করে তিনি বলেন, আমি বুঝেছিলাম চাকার উল্টো দিকে ঘুরছি। সাপলুডো খেলতে গিয়েছিলাম নিয়ম না জেনে। দোষটা আমারই। তাই বারবার সাপের মুখে পড়েছি। লোকে চিট করেছে।

কনিনীকা মানেই প্রচুর সম্পর্ক ভাঙার গল্প, নতুন সম্পর্ক নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘ষড়রিপু’র ডাবিংয়ের পর সুরজিৎ-য়ের সঙ্গে বন্ধুত্ব হয় আমার। কয়েক দিন বাদেই ও সোজা বলেছিল, ‘আমায় বিয়ে করবে?’

সুরজিৎ জীবনে থাকলে এই বছরের শেষে বিয়ের ইচ্ছে আছে বলেও জানান কনিনীকা।

Googleplus Pint
Like - Dislike Votes 4 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)