JanaBD.ComLoginSign Up

Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

ফেসবুকে যা আর পাবেন না

ইন্টারনেট দুনিয়া 1st Jul 2016 at 6:24pm 541
ফেসবুকে যা আর পাবেন না

সময়ের সাথে সাথে নতুন নতুন ফিচার যুক্ত হচ্ছে ফেসবুকে। তবে এবার ফেসবুক থেকে বাদ দেওয়া হচ্ছে একটি সুবিধা। আইওএস ব্যবহারকারীদের জন্য ফেসবুক একটি নিউজরিডিং অ্যাপ চালু করেছিল। যার মাধ্যমে আইওএস ব্যবহারকারীরা প্রযুক্তি, বিজ্ঞান, খাবার, রাজনীতি প্রভৃতি সমস্ত বিষয়ের খবর জানা যেত। সেই অ্যাপটি বন্ধ করে দিতে চলেছে ফেসবুক।

এই প্রসঙ্গে ফেসবুক একটি নোটিসে জানিয়েছে যে, ২০১৪ সালের জানুয়ারী মাসে আইওএস ব্যবহারকারীদের জন্য এই অ্যাপ চালু করে ফেসবুক। এই অ্যাপের মাধ্যমে ফেসবুকের লক্ষ্য ছিল যে, ফেসবুক ব্যবহারকারীরা যাতে বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি সামাজিক বা বিশ্বের সমস্ত খবর তাদের হাতের মুঠোয় থাকে।

২৯ জুন তারিখ থেকে আইওএস ব্যবহারকারীরা যখনই এই অ্যাপটি খুলতে চাইছেন, তখনই তাঁদের দেখানো হচ্ছে যে, এই অ্যাপের আর কোনও অস্তিত্ব নেই। তাই সেই সমস্ত ব্যবহারকারীদের উদ্দেশ্যে ফেসবুক জানাচ্ছে যে, এই অ্যাপটি বন্ধ করে দেওয়া হয়েছে।

Googleplus Pint
Like - Dislike Votes 4 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)