JanaBD.ComLoginSign Up

শুষ্ক ঠোঁটের যত্নে করনীয়

রূপচর্চা/বিউটি-টিপস 2nd Jul 2016 at 5:58pm 357
শুষ্ক ঠোঁটের যত্নে করনীয়

একটা মিষ্টি হাসি দেখলে সারা দিনের ক্লান্তি ভুলে যাওয়া যায়। আর হাসির জন্য গুরুত্বপূর্ণ হলো আমাদের দুটি ঠোঁট। বহু প্রাচীনকাল থেকেই ঠোঁটের পরিচর্যায় নানা পদ্ধতি-কসরত করতে দেখা গেছে মানু্ষকে।

শুধু যে সৌন্দর্যের জন্য তাই নয়; ঠোঁটের যত্ন-সাজের গুরুত্ব অনেক। অনেকেই আছেন যাদের ঠোঁটে শুষ্কতা নিয়ে অনেক ভুগতে হয়। তবে একটু সচেতনতা, ঘরোয়া পরিচর্যায় এই সমস্যার সমাধান সম্ভব।

শুষ্ক ঠোঁটের যত্নে জেনে নিন কিছু টিপস :

* ঠোঁট শুষ্ক হওয়ার আগেই ইমোলিয়েন্ট, পেট্রোলিয়াম জেলি, কোল্ডক্রিম ইত্যাদি ঠোঁটে ব্যবহার করা প্রয়োজন।

* যথাযথ লিপস্টিকও কিন্তু ঠোঁটের শুষ্কতা প্রতিরোধ করে। তবে এক্ষেত্রে লিপস্টিকের উপাদান সম্পর্কে নিশ্চিত হতে হবে। ভিটামিন সমৃদ্ধ ও অয়েলবেসড লিপস্টিক ঠোঁটের জন্য ভালো। তবে লিপস্টিক ব্যবহারে ঠোঁটের ক্ষতি হলে সঙ্গে সঙ্গে তা ব্যবহার বন্ধ রাখুন।

* প্রয়োজনে যে টুথপেস্ট ব্যবহার করছেন তা বদলে ফেলুন। লক্ষ্য রাখবেন, সাদা রঙের টুথপেস্ট সাধারণত ভালো হয় ঠোঁটের জন্য।

* অবশ্যই সাবান ও ফেসওয়াশ ঠোঁটে লাগাবেন না।

* সিগারেট খাওয়া থেকে বিরত থাকুন।

* পেট্রোলিয়াম জেলি বা ভেসলিন ব্যবহার করুন। যতক্ষণ বাড়িতে থাকবেন ঠোঁটে ভেসলিন লাগাবেন। এছাড়া সূর্যমুখী তেল ঠোঁটের জন্য খুব ভালো। এটা দিনে কয়েকবার ব্যবহার করতে পারেন। রাতে ভেসলিন লাগাতে ভুলবেন না।

* ঠোঁট বারবার জিভ দিয়ে ভেজাবেন না বা ঠোঁট কামড়াবেন না।

* ঠোঁটের মেকআপ ওঠাবার জন্য তুলোয় ভেসলিন লাগিয়ে আলতো ঘসে তুলবেন। কখনো লিপস্টিক লাগানো অবস্থায় ঘুমাতে যাবেন না।

* ভিটামিন, প্রচুর সবুজ শাক-সবজি ও ফল খাবেন।

Googleplus Pint
Mizu Ahmed
Manager
Like - Dislike Votes 6 - Rating 6.7 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)