JanaBD.ComLoginSign Up
জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "JanaBD.Com"

মারমুখী সোনাক্ষী

সিনেমা জগৎ 3rd Jul 2016 at 2:34pm 453
মারমুখী সোনাক্ষী

আকিরা’ সিনেমার দ্বিতীয় পোস্টার

মারমুখী ভঙ্গিমায় হাজির হয়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী। সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘এল আকিরা’ সিনেমার দ্বিতীয় পোস্টার। এতেই এমনরূপে দেখা গেছে এই অভিনেত্রীকে।

গত ২১ জুন প্রকাশিত হয়েছিল ‘আকিরা’ সিনেমার প্রথম পোস্টার। আর এবার প্রকাশ পেল এল এ আর মুরুগাডোস পরিচালিত এই সিনেমার দ্বিতীয় পোস্টার। এ ছাড়াও সোনাক্ষী তার টুইটার অ্যাকাউন্টে সিনেমাটির ট্রেইলারের ১০ সেকেন্ড ব্যাপ্তীর ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। এ ভিডিওতেও অ্যাকশন দৃশ্য দেখা যায়।

এতে সোনাক্ষী ছাড়াও আরো অভিনয় করছেন কঙ্কনা সেনশর্মা, পরিচালক অনুরাগ কাশ্যপ প্রমুখ।

২০১১ সালে মুক্তি পায় তামিল সিনেমা ‘মৌনা গুরু’। এ সিনেমার রিমেক নির্মিত হচ্ছে ‘আকিরা’ নামে।আগামীকাল এই সিনেমার ট্রেইলার প্রকাশ পাওয়ার কথা।

চলতি বছরের ২ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাবে বলেও জানা গেছে।

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Like - Dislike Votes 4 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)