JanaBD.ComLoginSign Up

এত হারের পরও নেতৃত্ব ছাড়বেন না ম্যাথুস

ক্রিকেট দুনিয়া 3rd Jul 2016 at 2:54pm 369
এত হারের পরও নেতৃত্ব ছাড়বেন না ম্যাথুস

এর চেয়ে বাজে কিছু হতে পারতো না। টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছে। এরপর ওয়ানডে সিরিজে একটি ম্যাচ হলো টাই। একটি বৃষ্টিতে পণ্ড। বাকি তিন ম্যাচেই ইংল্যান্ডের কাছে হারলো শ্রীলঙ্কা। দলের এমন বাজে পারফরম্যান্সের পরও নেতৃত্ব ছাড়বেন না অ্যাঞ্জেলো ম্যাথুস।

কার্ডিফে শনিবার শেষ ওয়ানডেতে ১২২ রানে হেরেছে শ্রীলঙ্কা। আগে ব্যাট করে সাত উইকেটে ৩২৪ রান করে ইংলিশরা। জো রুট (৯৩) ও জস বাটলার (৭০) পঞ্চম উইকেটে ১০৯ রানের জুটি গড়েন। লঙ্কানদের ব্যাটিং দেখে মনে হয়নি তারা জিততে পারে। ৪৪ বল বাকি থাকতেই ২০২ রানে অল আউট হয়েছে তারা।

এমন বাজে সময়ের পরও আত্মবিশ্বাসী ম্যাথুস। লঙ্কান অধিনায়ক বলেছেন, "বাজে সময়ের মতো ভালো সময়ও আসে। অধিনায়ক হিসেবে এটা আমার ও দলের জন্য খুব কঠিন সময়। কিন্তু এটা রেখে তো পালিয়ে যাওয়া যায় না। দিনে দিনে উন্নতি করতে পারলে এই গর্ত থেকে বেরিয়ে পড়তে পারবো আমরা।" ২০১৩ সালে শ্রীলঙ্কার টেস্ট ও ওয়ানডের অধিনায়ক হন ম্যাথুস। এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পেয়েছেন ২০ ওভারের ক্রিকেটের নেতৃত্বও।

Googleplus Pint
Like - Dislike Votes 5 - Rating 4 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)