JanaBD.ComLoginSign Up

বিরাটের ‘আগ্রাসন’ পছন্দ কুম্বলের

ক্রিকেট দুনিয়া 4th Jul 2016 at 7:52pm 313
বিরাটের ‘আগ্রাসন’ পছন্দ কুম্বলের

ভারতের নবনিযুক্ত কোচ অনিল কুম্বলে বিরাট কোহলির ‘আগ্রসন’ পছন্দ করেন।

সোমবার বেঙ্গালুরুতে এক সংবাদ সম্মেলনে কুম্বলে বলেন,‘আমি বিরাটের আগ্রাসন পছন্দ করি। খেলোয়াড়ী জীবনে আমিও নিজেও আগ্রাসী ছিলাম। আমি কারো প্রাকৃতিক প্রবৃত্তি ছাঁটব না।’

আগামী ৬ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলতে ভারত ছাড়বে কুম্বলের শিষ্যরা। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে চারটি টেস্ট খেলবে ভারত। ২১ জুলাই এন্টিগুয়াতে শুরু হবে প্রথম টেস্ট। সফরের শেষ টেস্টটি হবে ১৮ আগস্ট ক্রিনিদাদে।

ভারতের প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলের অধীনে ছয় দিনের কন্ডিশনিং ক্যাম্প করছে ভারতীয় ক্রিকেট দল। ক্যাম্পে ব্যাটিং, বোলিং, স্কিল অনুশীলন করছে।

এদিকে কুম্বলে কোচ হিসেবে পেয়ে বিরাট কোহলিও সন্তুষ্ট। সংবাদ সম্মেলনে কোহলি বলেন,‘অনিল ভাইয়ে পাওয়া সত্যিই দারুণ। তার অভিজ্ঞতা আমাদের অনেক কাজে আসবে। বোলাররা তার উপস্থিতিতে প্রাণচঞ্চল হয়ে উঠেছে।’

কোচ হিসেবে ওয়েস্ট ইন্ডিজে আন্তর্জাতিক অভিষেক হতে যাচ্ছে কুম্বলের। নিজের প্রথম সিরিজটিতেই জয় চান কুম্বলে,‘অনেকেই আছে যারা এর আগে ওয়েস্ট ইন্ডিজে খেলেনি। কিন্তু আমাদের অভিজ্ঞতা রয়েছে। আশা করছি ফল আমাদের পক্ষেই আসবে।’

টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুইয়ে অবস্থান করছে ভারত (১১২)। শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার থেকে ছয় কম রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত। ওয়েস্ট ইন্ডিজে নিশ্চিতভাবেই সিরিজ জয় করে রেটিং পয়েন্ট কমাতে চাইবে ভারত।

কিন্তু ভারতের টেস্ট দলপতি বিরাট কোহলি জানালেন র‌্যাঙ্কিং নয় আগামী টেস্টে ভালো করায় চোখ তাদের। বিরাট কোহলি বলেন,‘আমাদের অনুশীলনের আগে লম্বা সময় বৈঠকে বসেছিলাম। আমরা কিভাবে আগামী এক বছর টেস্টে উন্নতি করব সেটা নিয়ে আলোচনা করেছি। আমরা র‌্যাঙ্কিংয়ের জন্যে খেলব না। ওটা আমাদের অধীনে নেই।’

Googleplus Pint
Mizu Ahmed
Manager
Like - Dislike Votes 6 - Rating 3.3 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)