JanaBD.ComLoginSign Up
জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

ব্যাপক খোলামেলা হয়ে ফিরছেন এষা

সিনেমা জগৎ 8th Jul 2016 at 1:43pm 444
ব্যাপক খোলামেলা হয়ে ফিরছেন এষা

সর্বশেষ ২০১৪ সালে ‘হামসকলস’ ছবিতে দেখা গিয়েছিল এষা গুপ্তাকে। এরপর কয়েকটি ছবিতে তিনি অভিনয় করেছেন বিশেষ চরিত্রে। পাশাপাশি একটি মিউজিক ভিডিওর মডেল হিসেবেও ইমরান হাশমির সঙ্গে দেখা গেছে তাকে। এদিকে দীর্ঘ সময় নায়িকা হিসেবে পর্দায় দেখা না গেলেও আগামী মাসেই তিনি ফিরছেন ‘রুস্তম’ ছবির মধ্যে দিয়ে।

অক্ষয় কুমার অভিনীত এ ছবিটির ট্রেলার সম্প্রতি প্রকাশ পেয়ে সর্বমহলে প্রশংসিত হয়েছে। সৎ পথে চলেও একজন পুলিশ অফিসারের বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগ ও সেই অভিযোগের বিপরীতে নিজেকে নির্দোষ প্রমাণের ঘটনা নিয়েই ছবিটি তৈরি হয়েছে। এটি সত্য ঘটনার উপর নির্মিত ছবি।

টিনু সুরেশ দেশাই পরিচালিত এ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এষা গুপ্তা। এ ছবির মাধ্যমে ব্যাপক খোলামেলা হয়ে দর্শকদের মাঝে ফিরছেন তিনি। একাধিক রগরগে দৃশ্যে এ ছবিতে ক্যামেরাবন্দি হয়েছেন এষা।

সব মিলিয়ে এ ছবিটি নিয়ে দারুণ আনন্দিতও তিনি। এ বিষয়ে এষা বলেন, অনেক দিন পর নতুন ছবির মাধ্যমে ফিরছি। তাই আমি বেশ এক্সাইটেড। এখানে বরাবরের মতো আবেদনময়ী চরিত্রেই দেখা যাবে আমাকে। আশা করছি ভালো লাগবে সবার।

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Like - Dislike Votes 4 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)