JanaBD.ComLoginSign Up

১১ রুপি ঈদি পেতাম : শাহরুখ

বিবিধ বিনোদন 8th Jul 2016 at 5:52pm 344
১১ রুপি ঈদি পেতাম : শাহরুখ

গতকাল ঈদুল ফিতর উপলক্ষে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন শাহরুখ খান।

সেখানে ঈদ নিয়ে নিজের স্মৃতিচারণ করেন বলিউড কিং। জানান, ছোটবেলায় ঈদি হিসেবে ১১ রুপি পেতেন তিনি।

এ প্রসঙ্গে তার বাস ভবন মান্নাতে আয়োজিত সংবাদ সম্মেলনে ছোটবেলার ঈদের সময় স্মৃতিচারণ করে শাহরুখ বলেন, ‘আমি ছোটবেলায় ১১ রুপি ঈদি পেতাম। আমার পরিবারের সদস্যরা বিশেষ করে আমার দাদা-দাদী কাপড়ের সঙ্গে বাঁধা অথবা খাম থেকে টাকা বের করে দিত। এর বেশি কিছু আমার মনে নেই কারণ যখন আমার বাবা-মা মারা যায় তখন আমি খুব ছোট ছিলাম। আমি আমার বন্ধুদের বাড়িতে যেতাম, তারাও আমাদের বাড়িতে আসত।’

পরিবারের সদস্যদের উপহার দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা একে অন্যকে বিশেষ কোনো উপহার দিতাম না। আমরা শুধু নতুন সাদা পোশাক পরেছি। কিন্তু আমার মনে হয় ছেলেরা কুর্তা-পাজামা পরতে পছন্দ করছে না। কারণ তারা সবাই মডার্ণ। তাদের জোর করে সাদা কুর্তা-পাজামা পরাতে হয়েছে।’

বুধবার মুক্তি পেয়েছে সালমান অভিনীত সিনেমা ‘সুলতান’। সিনেমাটি নিয়ে শাহরুখ বলেন, ‘আমি এখনো সিনেমাটি দেখিনি, কিন্তু শুনেছি খুব ভালো হয়েছে। সময় পেলেই দেখব।’

কিছুদিন আগেই ‘রইস’ সিনেমার শুটিং শেষ করেছেন শাহরুখ। আগামী বছর জানুয়ারিতে মুক্তি পাবে সিনেমাটি। এ ছাড়া বেশ কয়েকটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন তিনি।

Googleplus Pint
Like - Dislike Votes 6 - Rating 6.7 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)