JanaBD.ComLoginSign Up
জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

দক্ষিণ সুদানে সংঘর্ষে নিহত শতাধিক

আন্তর্জাতিক 10th Jul 2016 at 9:35am 164
দক্ষিণ সুদানে সংঘর্ষে নিহত শতাধিক

দক্ষিণ সুদানে প্রেসিডেন্ট সালভা কির ও ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের সমর্থক সেনাদের সংঘর্ষে শতাধিক নিহত হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানী জুবায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

২০১১ সালের ৯ জুলাই সুদান থেকে স্বাধীনতা লাভ করে দক্ষিণ সুদান। শুক্রবার স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট সালভা কির তার এক সময়ের বিরোধী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের সঙ্গে বৈঠকে বসেন। এসময় প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে কির ও মাচারের দেহরক্ষীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে এই সংঘর্ষ রাজধানীসহ বেশ কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়ে।

সেনাবাহিনীতে মাচারের সমর্থকদের মুখপাত্র উইলিয়াম গাতজিয়াত দেং জানিয়েছেন, প্রেসিডেন্ট ভবন ও সেনা ব্যারাকে সংঘর্ষ হয়েছে।

তিনি বলেন, শনিবার সকালে আমরা ৩৫ মাচার সমর্থক সেনার এবং ৮০ সরকারি সেনার মৃতদেহ উদ্ধার করেছি।

তবে স্থানীয় সংবাদমাধ্যম রেডিও তামাজুজ নিহতের সংখ্যা ১৪৬ বলে জানিয়েছে।

হামলার দায় কেউ না নিলেও প্রেসিডেন্ট কির ও ভাইস প্রেসিডেন্ট মাচার তাদের সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Like - Dislike Votes 4 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)