JanaBD.ComLoginSign Up
জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "JanaBD.Com"

মৃত বাবার গ্লাভসের ছোঁয়ায় নিশ্চিন্তে ঘুমায় শিশু!

ভয়ানক অন্যরকম খবর 12th Jul 2016 at 3:00pm 629
মৃত বাবার গ্লাভসের ছোঁয়ায় নিশ্চিন্তে ঘুমায় শিশু!

মারা গেছে শিশুটির বাবা। আর মৃত বাবার গ্লাভসের ছোঁয়ায় নিশ্চিন্তে ঘুমায় শিশু। হৃদয়ে নাড়া দেয়া এক ঘটণা। বাবা কি জিনিস বুঝে উঠতে পারেনি শিশুটি। এর পরেও বাবার ব্যবহার করা গ্লাভসে তৃপ্তিতে ঘুমাচ্ছে শিশুটি।

এখন শিশুটির বয়স মাত্র প্রায় দেড় মাস। এই মর্মস্পর্শী ঘটনাটি যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলেসের।ছবিটি তুলেছিলেন ফোটোগ্রাফার কিম স্টোন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটির সঙ্গে কিছু বর্ণনা দিয়েছেন তিনি।

ডেইলি মেইলকে এর পুরো ঘটনাটি বলতে বলতেই কেঁদে ফেলেছিলেন শিশুটির মা ক্যাথরিন সিবল উইলিয়ামস। তিনি জানান, ওর জন্মের চার মাস আগে মারা যায় আমার স্বামী।

উইলিয়াম জানায়, বন্ধুর গুলিতে মারা যায় ওর বাবা। এর আগে ওর বাবা আমাকে বলেছে, আমার কিছু হলে এই সন্তানকে তুমি মানুষ করবে। তিনি বলেন, ওর বাবা অনেক জোরে গাড়ি চালাত।

গ্লাভস ও হেলমেট ব্যবহার করত। ও জন্মের আগে আমার অনুরোধে আস্তে গাড়ি চালানো শুরু করে। কিন্তু বন্ধুর গুলিতে মারা যায় ও। এখন বাবার গ্লাভসে খুব ভালো ঘুম হয় বাচ্চার।

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Noyon Khan
Manager
Like - Dislike Votes 2 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)