JanaBD.ComLoginSign Up

ট্রেলার জুড়েই যৌনতা! তাহলে ছবিতে?

সিনেমা জগৎ 12th Jul 2016 at 10:51pm 1,182
ট্রেলার জুড়েই যৌনতা! তাহলে ছবিতে?

না! ‘লাভ কে ফান্ডে’ ছবির নাম যতই হোক আখেরে কিন্তু ভালবাসার জ্ঞান নয়, ছবির ইতিউতি জুড়ে রয়েছে যৌনতা।

অন্তত ট্রেলার বলছে সেকথা।সদ্য মুক্তি পেয়েছে ‘লাভ কে ফান্ডে’ ট্রেলারে। যা বলছে লাভের ট্যাগে রগরগে যৌনতা বিক্রি করছেন ছবির নির্মাতারা।

ছবি দৃশ্য ও সংলাপে রয়েছে সেন্সরের আপত্তি। ছবির প্রযোজক অনসর ও প্রেম প্রকাশ গুপ্তা জানিয়েছেন, “ ছবিতে যে দৃশ্যের উপর সেন্সরের আপত্তি ছিল, সেগুলি বাদ দিতে আমাদের কোনও আপত্তি নেই”।

তাই কিছু কাট নিয়ে ‘এ’ সার্টিফিকেট নিয়ে ২২ জুলাই মুক্তি পেতে চলেছে ‘লাভ কে ফান্ড’।

জেন ওয়াইয়ের লাইফস্টাইল নিয়েই কাহিনি বুনেছেন পরিচালক ইন্দ্রারভেশ। যেখানে দেখা যাবে এক ঝাঁক নতুন মুখ।

Googleplus Pint
Noyon Khan
Manager
Like - Dislike Votes 2 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)