JanaBD.ComLoginSign Up

Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

আপনি কি জুতো দেখে পরেন?

লাইফ স্টাইল 15th Jul 2016 at 4:13pm 474
আপনি কি জুতো দেখে পরেন?

আমরা সকলেই দিনের কোনও না কোনও সময় জুতো পরিধান করি। অফিসে যাওয়ার সময়, বাইরে কোনও কাজে যাওয়ার সয়ম আমরা জুতো পরি। তবে অনেকেই জুতো পরার সময় তাড়াহুড়োতে জুতোটি পরার আগে তার ভিতরটা কী একবারের জন্যও দেখেনি?

অনেকেই সেই কাজটা করেন না। আর তার ফলেই যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে বিপদ। এই যেমন সেদিনের ঘটনা। অল্পের জন্য জুতো পড়তে গিয়ে প্রাণে বেঁচে গেলেন এক ব্যক্তি। প্রতিদিনই বাড়ি থেকে বেরনোর ঠিক আগেই জুতোটা পায়ে গলিয়ে চলে যান জনৈক ওই ব্যক্তি।

সেদিনও তাই করতে গিয়েছিলেন। হঠাত্ই মনে হয় জুতোর ভিতর কিছু একটা রয়েছে। ভালো করে দেখতে গিয়ে চোখে পড়ে একটি বিষাক্ত সাপ নিজের জায়গা তৈরি করেছে সেখানে।

একটু নাড়া পড়তেই সোজা ফণা তুলে মাথাটি বের করে আনে সাপটি। কোনও মতে বিপদ এড়ান ওই ব্যক্তি।

Googleplus Pint
Noyon Khan
Manager
Like - Dislike Votes 2 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)