JanaBD.ComLoginSign Up

ভারতে সেনা ও মাওবাদী সংঘর্ষ, ১৩ জন নিহত

আন্তর্জাতিক 19th Jul 2016 at 12:55pm 192
ভারতে সেনা ও মাওবাদী সংঘর্ষ, ১৩ জন নিহত

ভারতের বিহার রাজ্যে আধা-সামরিক বাহিনীর সেনা ও মাওবাদীদের মধ্যে সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন।

গতকাল সোমবার দিবাগত রাতে বিহার রাজ্যের আওরঙ্গবাদ জেলায় এ ঘটনা ঘটে।

বিহার রাজ্যের পুলিশ কর্মকর্তা পি কে সাধু বার্তা সংস্থা এপিকে বলেন, গতকাল সোমবার রাতে পাটনা থেকে ১৭০ কিলোমিটার দূরে দুমরিনালা এলাকায় সেনা ও মাওবাদীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় নিহত হয়েছে ১০ সেনা ও তিন মাওবাদী।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে আধা-সামরিক বাহিনী দুমরিনালা এলাকায় বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল। ওই সময় মাওবাদীরা অধা-সামরিক বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায়। মাওবাদীরা সেনাদের ওপর গুলিবর্ষণ করে এবং নিজেদের তৈরি বোমার বিস্ফোরণ ঘটায়।

বিবিসি জানায়, উত্তর, পূর্ব এবং মধ্য ভারতের কয়েকটি রাজ্যের বিভিন্ন স্থানে মাওবাদীদের শক্ত ঘাঁটি। কমিউনিস্ট শাসন এবং উপজাতীয় ও দরিদ্রদের জন্য লড়াই করে বলে দাবি ভারতীয় মাওবাদীদের। ১৯৬০-এর দশকে ভারতের পশ্চিমবঙ্গে মাওবাদীদের আন্দোলন শুরু হয়। এখনো উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে ‘রেড করিডোর’ বলে পরিচিত অঞ্চলে মাওবাদীদের দেখা যায়।

Googleplus Pint
Like - Dislike Votes 6 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)