JanaBD.ComLoginSign Up
জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

রুপালী পর্দায় জুটি বাঁধলেন নিরব-মম

সিনেমা জগৎ 20th Jul 2016 at 3:11pm 563
রুপালী পর্দায় জুটি বাঁধলেন নিরব-মম

প্রথমবারের মত রুপালী পর্দায় জুটি বেঁধেছেন নিরব এবং জাকিয়া বারী মম। ‘আমি শুধু তোর হব’ শিরোনামে এই সিনেমার মহরত অনুষ্ঠিত হলো মঙ্গলবার।

নিরব ও মম প্রথম জুটি বেঁধেছিলেন টিভি নাটকে। বেশ কয়েক বছর আগে ‘অন্যরকম ভালোবাসা’ নামের একটি টেলিছবিতে জুটি হয়ে অভিনয় করেছিলেন নিরব-মম। এবার সিনেমার পর্দায় জুটি হিসেবে দেখা যাবে এই দুই তারকাকে।

আগামী ২৫ জুলাই থেকে পাবনার মানসিক হাসপাতাল, সরকারি অ্যাডওয়ার্ড কলেজ, জজ কোর্টসহ বিভিন্ন জায়গায় টানা ১৫ দিন শুটিং হবে। সিনেমায় নীলিমা নামের একটি মেয়ের চরিত্রের অভিনয় করছেন মম। অন্যদিকে নিরবের চরিত্রের নাম অমিত। এই দুজনের ভিন্ন রকম রসায়ন দেখা যাবে সিনেমাটিতে।

বিএফডিসির মান্না অডিটরিয়ামে এই অনুষ্ঠানে নিরব-মম ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান ও সিনেমার কলা-কুশলীবৃন্দ। সিনেমার কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনারয় রয়েছেন রফিক শিকদার।

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Like - Dislike Votes 4 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)