JanaBD.ComLoginSign Up

‘মাদ্রাসা শিক্ষার্থীদের ওপর থেকে আমাদের ভুল ভেঙেছে’-নাহিদ

দেশের খবর 22nd Jul 2016 at 2:28am 406
‘মাদ্রাসা শিক্ষার্থীদের ওপর থেকে আমাদের ভুল ভেঙেছে’-নাহিদ

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, এক সময়ে শোনা যেতো মাদ্রাসার শিক্ষার্থীদের জঙ্গি হিসেবে তৈরি করা হচ্ছে। কিন্তু গত কয়েকটির ঘটনায় আমাদের ভুল ভেঙেছে। সেখানে উচ্চবিত্ত, নামিদামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়িয়ে পড়েছে।বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সম্প্রতি জঙ্গি হামলার সঙ্গে শিক্ষার্থী, শিক্ষকসহ শিক্ষা প্রতিষ্ঠানের জড়িত থাকার কারণে দেশের বিভিন্ন কলেজ, সরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ, শিক্ষকদের নিয়ে এ সমাবেশের আয়োজন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

তরুণ শিক্ষার্থীরা জঙ্গির মতো ভয়াবহ কর্মকাণ্ডে জড়িত হওয়ায় উদ্বেগ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, নতুন প্রজন্ম বিশেষ করে তরুণ শিক্ষার্থীরা বিপথগামী হচ্ছে। এটা আমাদের জন্য উদ্বেগের বিষয়। বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিপথগামী হওয়া উদ্বেগ সৃষ্টি করছে।

Googleplus Pint
Like - Dislike Votes 4 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)