JanaBD.ComLoginSign Up

৩০ বছর আগে রজনীকান্তের ছেলে হয়েছিলেন হৃতিক! কোন ছবিতে?

সিনেমা জগৎ 23rd Jul 2016 at 10:25am 725
৩০ বছর আগে রজনীকান্তের ছেলে হয়েছিলেন হৃতিক! কোন ছবিতে?

বাবা রাকেশ রোশনের সঙ্গে অভিনয়। কিন্তু, রাকেশের নন রজনীকান্তের ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন হৃতিক রোশন। ‘ভগবান দাদা’ নামে এই ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৮৬ সালে। এই ছবিতে হৃত্বিকের ভূমিকাটি ছিল এক ছোট ছেলের। বলতে গেলে ওই চরিত্রটা ছিল ‘ভগবান দাদা’ ছবির প্রাণভোমরা। বাবা-মা হারানো এক ছোট্ট শিশু, যাকে দত্তক নিয়েছিলেন ‘ভগবান দাদা’ রজনীকান্ত। ছবির অন্যতম নায়ক ছিলেন রাকেশ রোশন। ছবির নায়িকা শ্রীদেবী।


‘ভগবান দাদা’ ছবিতে রজনীকান্ত, হৃতিক, রাকেশ রোশন এবং শ্রীদেবী

‘ভগবান দাদা’ ছবিটির প্রযোজক ছিলেন রাকেশ রোশনের শ্বশুর এবং হৃতিকের দাদু জে ওমপ্রকাশ। ছবির সুরকার ছিলেন হৃতিকের কাকা তথা রাকেশের ভাই রাজেশ রোশন। সেই অর্থে বলতে গেলে এই ছবিটি ছিল রোশন পরিবারের প্রোডাকশনের। ‘ভগবান দাদা’-য় হৃতিক খুন হয়ে যাবেন। আর সেই খুনের বদলা নেবেন রজনীকান্ত। ছবিটিতে হৃতিকের প্রাণবন্ত অভিনয় আজও সিনেমাপ্রেমীদের মনে গেঁথে আছে।

Googleplus Pint
Like - Dislike Votes 4 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)