JanaBD.ComLoginSign Up

কাবালি’র হিন্দি রিমেকে রজনীকান্তের ভূমিকায় অমিতাভ

সিনেমা জগৎ 23rd Jul 2016 at 9:12pm 504
কাবালি’র হিন্দি রিমেকে রজনীকান্তের ভূমিকায় অমিতাভ

গতকাল ২২ জুলাই মুক্তি পেয়েছে তামিল সুপারটার রজনীকান্ত অভিনীত ‘কাবালি’ ছবিটি। মুক্তির আগে থেকেই ছবিটিকে ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা। সেই জ্বর থেকে মুক্ত নয় বলিউডও। জানা গেছে, খুব শিগগিরই তামিল এই ছবিটির হিন্দি রিমেকের কাজ শুরু হবে। আর এতে নাকি রজনীর ভূমিকায় থাকবেন বলি শাহেনশাহ অমিতাভ বচ্চন।

ছবিটি ভারতের পাশাপাশি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং জাপানে একযোগে মুক্তি পেয়েছে। ১২ হাজারের বেশি পর্দায় তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় মুক্তি পায় ছবিটি। তবে হিন্দি সিনেমার বাজার বেশ বড় হওয়ায় ‘কাবালি’ নির্মাতারা ছবিটির হিন্দি সংস্করণ নির্মাণ করতে চাইছেন। আর এতে রজনীকান্তের গ্যাংস্টার ভূমিকায় নিতে চাইছে অমিতাভ বচ্চনকে। তাদের মতে, রজনীকান্তের স্টাইল এবং অভিনয় ক্ষমতা ফুটিয়ে তোলার ক্ষমতা বলিউডে শুধু একজনেরই আছে, আর তিনি হচ্ছেন অমিতাভ বচ্চন।

Googleplus Pint
Like - Dislike Votes 4 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)