JanaBD.ComLoginSign Up

হৃত্বিকের ফিটনেস গুরু কে এই নারী?

বিবিধ বিনোদন 24th Jul 2016 at 12:37pm 305
হৃত্বিকের ফিটনেস গুরু কে এই নারী?

বলিউড হার্টথ্রুব হৃত্বিক রোশনকে অন্যতম ফিটনেস আইকন বলা যায়। প্রথম ছবিতেই তার পেশীবহুল ফিগার এবং দুর্ধর্ষ ফিটনেসে দর্শক-সমালোচক সবাইকে মুগ্ধ করেছিলেন। প্রতিদিন নিয়ম করে কঠিন ওয়র্কআউটের মাধ্যমে তিনি এত বছর ধরে নিজের ফিটনেস ধরে রেখেছেন। আর সেই নিয়মানুবর্তিতার অনুপ্রেরণা কিন্তু এই নারী।

এই নারীই এত বছর ধরে হৃত্বিকের অনুপ্রেরণা এবং ‘কৃশ থ্রি’-এর আগে ইনিই দিবারাত্রি সঙ্গ দিয়েছেন হৃত্বিককে তার কঠিন ওয়র্কআউট সেশনে। ছবিটি দেখে বোঝার উপায় আছে যে তার বয়স প্রায় ৬৪? এই সুন্দরী আর কেউ নন, হৃত্বিকের মা পিঙ্কি রোশন। এই বয়সেও যে তিনি নিজেকে এমন স্লিম আর ফিট রেখেছেন সেটাই বড় কৃতিত্বের।

তবে এমনটা তো আর এমনি এমনি হয়নি, তার জন্য অনেক কঠিন ডায়েট মেনে চলতে হয়েছে এবং নিয়ম মেনে শরীরচর্চাও করতে হয়েছে। এই বয়সেও মা-কে সেই কঠিন নিয়ম মেনে চলতে দেখে খুব স্বাভাবিকভাবেই অনুপ্রাণিত হন হৃত্বিক। আশা করা যায় হৃত্বিকও ওই বয়সে পৌঁছে তার মায়ের মতোই এমন ফিটনেস ধরে রাখতে সক্ষম হবেন।

Googleplus Pint
Like - Dislike Votes 9 - Rating 4.4 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)