JanaBD.ComLoginSign Up

যে কারণে আল আমিনকে ২০০০ টাকা জরিমানা করলেন মাশরাফি!

খেলাধুলার বিবিধ 26th Jul 2016 at 9:27am 301
যে কারণে আল আমিনকে ২০০০ টাকা জরিমানা করলেন মাশরাফি!

– বিদেশি কোচরা এখনো দেশে ফেরেননি। ফলে তাদের ছাড়াই চলছে ইংল্যান্ড সিরিজের ৩০ সদস্যের প্রাথমিক দলের ক্যাম্প। স্থানীয় ট্রেনার ইফতেখারুল ইসলাম ইফতি তত্ত্বাবধানে থাকলেও ক্যাম্পটা মূলত পরিচালিত হচ্ছে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার হাত ধরে।

সম্প্রতি ৩০ সদস্যের ক্যাম্পে সময়ানুবর্তিতার জন্য নতুন নিয়ম জারি ও জরিমানার বিধান চালু করেছেন নড়াইল এক্সপ্রেস। ক্রিকেটারদের শৃংখলার ভেতর আনতে এবং নিয়ম পালনে সচেতন করতেই এই নিয়ম করা হয়েছে।

শনিবারই যার প্রথম শিকার হয়েছেন আল-আমিন হোসেন। ক্যাম্পে দেরী করে উপস্থিত হওয়ায় জরিমানা গুণতে হয়েছে ডানহাতি এ পেসারকে। দুই হাজার টাকা জরিমানা দিতে হয় আল আমিনকে।

শুক্রবার একদিন বিরতির পর শনিবার সকালে শুরু হয় ক্যাম্প। ক্রিকেটারদের রিপোর্ট করার কথা ছিল সকাল ৮টায়। কিন্তু আল-আমিন ২ মিনিট পর পৌঁছান ক্যাম্পে। প্রতি মিনিটে ১ হাজার করে ২ হাজার টাকা জরিমানা শোধ করেন আল আমিন।

Googleplus Pint
Like - Dislike Votes 4 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)