JanaBD.ComLoginSign Up

মুস্তাফিজের সাথে আশরাফুলের দেখা

খেলাধুলার বিবিধ 26th Jul 2016 at 12:20pm 721
মুস্তাফিজের সাথে আশরাফুলের দেখা

এসেক্সের বিপক্ষে যেদিন সাসেক্সের ম্যাচ সেদিন মাঠেই ছিলেন মোহাম্মদ আশরাফুল। দেখেছেন কাউন্টি ক্রিকেটে মুস্তাফিজুর রহমানের আলো ঝলমলে অভিষেক। এবার দুজনার দেখা হলো লন্ডনে। রেস্টুরেন্ট আড্ডা হলো। হলো খাওয়া দাওয়া। ঘটনা সোমবারের।

নিজের প্রজন্মের সেরা খেলোয়াড় ছিলেন আশরাফুল। আজ মুস্তাফিজকে নিয়ে যে উন্মাদনার তার অনেকটা ছিল তাকে নিয়েও। নিজের সময়ের সবচেয়ে প্রতিভাবান ব্যাটসম্যান হিসেবে বিবেচিত ছিলেন আশরাফুল। কিন্তু ফর্ম পড়েছে। এক সময় ম্যাচ ফিক্সিংয়ের সাথে জড়িয়ে নিষিদ্ধ হয়েছেন। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরবেন আগামী মাসে।

তার আগে দুই প্রজন্মের দুই সেরার দেখা হলো ভিন দেশে। যেখানে আশরাফুলের ব্যক্তিগত সফর। আর মুস্তাফিজের পেশাদার। সাসেক্সের হয়ে কাউন্টিতে খেলতে গেছেন এই সময়ের বোলিং সেনসেশন। কাটার মাস্টার সময়টা বেশ উপভোগ করেছেন আশরাফুলের সাথে।

Googleplus Pint
Like - Dislike Votes 2 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)