JanaBD.ComLoginSign Up
জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

ব্যাপক খোলামেলা দৃশ্যে জ্যাকুলিন

সিনেমা জগৎ 27th Jul 2016 at 3:34pm 858
ব্যাপক খোলামেলা দৃশ্যে জ্যাকুলিন

আগামী মাসের ২৫ তারিখ মুক্তি পেতে যাচ্ছে টাইগারশ্রফ ও জ্যাকুলিন ফার্নান্দেজ অভিনীত প্রথম ছবি ‘এ ফ্লাইফ জেট’। এটি একটি সুপারহিরো-অ্যাকশন ছবি। সুপারহিরোর ভূমিকায় দেখা যাবে টাইগারকে। আর তার প্রেমিকা চরিত্রে অভিনয় করেছেন জ্যাকুলিন।

সুপারহিরোর চমকের পাশাপাশি ছবিতে অনেকগুলো চমক নিয়ে দর্শকদের সামনে হাজির হতে দেখা যাবে এ অভিনেত্রীকে। এরই মধ্যে বলিউডের শীর্ষ নায়কদের সঙ্গে অভিনয় করে লাইমলাইটে আছেন জ্যাকুলিন। তাই প্রতিটি ছবিতেই নিজেকে তিনি মেলে ধরতে চান অন্যরকমভাবে।

‘এ ফ্লাইং জেট’ এর নির্মাতা রেমো ডিসু’জার মতে জ্যাকুলিন নিজের সর্বোচ্চটাই দিয়েছেন এ ছবিতে। তার মতে এ ছবিটি দেখে জ্যাকুলিনের পুরুষ ভক্ত বেড়ে যাবে তিন গুণ! এমনি এমনি কথাটি বলেননি রেমো। এ ছবিতে জ্যাকুলিন অভিনয় করেছেন ব্যাপক খোলামেলা হয়ে। বিভিন্ন রকমভাবে আবেদনময়ীরূপে এখানে তাকে উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি টাইগারশ্রফের সঙ্গে একটি দীর্ঘ চুমোর দৃশ্যও রয়েছে। আরও বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যেও দেখা যাবে জ্যাকুলিনকে।

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Like - Dislike Votes 4 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)