JanaBD.ComLoginSign Up

আগামীকাল মুক্তি পেতে যাওয়া হলিউড-বলিউড সিনেমা

সিনেমা জগৎ 28th Jul 2016 at 7:30pm 636
আগামীকাল মুক্তি পেতে যাওয়া হলিউড-বলিউড সিনেমা

আগামীকাল ২৯ জুলাই, শুক্রবার। এই দিনে হলিউড এবং বলিউডের সব সিনেমা মুক্তি পাওয়ার দিন। আর তাই শুক্রবারের জন্য অনেকেই মুখিয়ে থাকেন। সময় বের করে সিনেমাগুলো দেখার জন্য জানতে হবে, কোন সিনেমাগুলো মুক্তি পাচ্ছে আগামীকাল। সে জন্য আমাদের নিয়মিত প্রতিবেদনে চোখ রাখুন।

বলিউডপ্রেমিদের জন্য কাল আসছে দুটি হিন্দি সিনেমা। ডেভিড ধাওয়ান পুত্র রোহিত ধাওয়ান পরিচালিত ‘ঢিশুম’ ছবিটি মুক্তি পাবে কাল। এতে অভিনয় করেছেন জন আব্রাহাম, জ্যাকলিন ফারনান্ডেজ, বরুণ ধাওয়ান, অক্ষয় খান্না, অক্ষয় কুমার সহ অনেক তারকা।

এছাড়া কাল ইন্দরবেশ যোগী পরিচালিত স্বল্পবাজেটের কমেডি ছবি ‘লাভ কে ফান্ডে’ মুক্তি পাচ্ছে। এতে অভিনয় করেছেন শালিন ভানোত, রিশাঙ্ক তিওয়ারি, হর্ষবর্ধন জোশি, রাহুল সুরি।

ওদিকে হলিউডে পল গ্রিনগ্রাস পরিচালিত ‘জেসন বোর্ন’ ছবিটি মুক্তি পাচ্ছে কাল। এতে অভিনয় করেছেন ম্যাট ডেমন, জুলিয়া স্টিলস, আলিসিয়া ভিকান্দার, ভিনসেন্ট ক্যাসেল, টমি লী জোনস।

Googleplus Pint
Like - Dislike Votes 6 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)