JanaBD.ComLoginSign Up

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

সিরিজ শেষ ও’কিফের, অস্ট্রেলিয়া দলে হল্যান্ড

ক্রিকেট দুনিয়া 29th Jul 2016 at 11:46am 250
সিরিজ শেষ ও’কিফের, অস্ট্রেলিয়া দলে হল্যান্ড

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান পাল্লেকেলে টেস্টে পাওয়া চোটের কারণে সিরিজের বাকি দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার স্পিনার স্টিভ ও’কিফ। তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকায় আরেক স্পিনার জন হল্যান্ড।

পাল্লেকেলে টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে ফিল্ডিংয়ের সময় বান্ডারিতে একটি বল থামাতে গিয়ে ডান হ্যামস্ট্রিংয়ে চোট পান ও’কিফ। পরে বোলিংয়ে এসে দুই বল করেই মাঠ ছাড়তে বাধ্য হন এই বাঁহাতি স্পিনার।

এই টেস্ট শেষ হওয়া পর্যন্ত ক্যান্ডিতেই থাকবেন ও’কিফ। পরে তিনি দেশে ফিরে যাবেন। এই ধরনের চোট থেকে সেরে উঠতে কমপক্ষে দুই সপ্তাহ সময় লাগে।

ও’কিফের বদলি হিসেবে দলে আসা হল্যান্ড ৩৮টি প্রথম শ্রেনির ম্যাচ খেলে ১০৬ উইকেট নিয়েছেন। ইনিংসে পাঁচ উইকেট আছে দুবার।

ভিক্টোরিয়ার হয়ে তিনি গত শেফিল্ড শিল্ডে অবশ্য দুই ম্যাচের বেশি খেলেননি। যদিও দুই ম্যাচেই নেন ১৪ উইকেট। এর মধ্যে এক ইনিংসে পাঁচ উইকেট, বাকিগুলোতে তিনটি করে। গলে দ্বিতীয় টেস্টেই অভিষেক হয়ে যেতে পারে ২৯ বছর বয়সি বাঁহাতি স্পিনারের।


জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Like - Dislike Votes 5 - Rating 4 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)