JanaBD.ComLoginSign Up

বৃহস্পতিতে অগ্নিঝড়

বিজ্ঞান জগৎ 30th Jul 2016 at 12:21pm 518
বৃহস্পতিতে অগ্নিঝড়

প্রচণ্ড অগ্নিঝড় বয়ে যাচ্ছে বৃহস্পতি গ্রহের বায়ুম-লীর ওপরের স্তরে। এতে পুরো গ্রহে ছড়িয়ে পড়েছে প্রচণ্ড তাপমাত্রা।

হাওয়াই’র ইনফ্রারেড টেলিস্কোপ ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের একদল জ্যেতির্বিদ আগুনের এই ঝড়ের সময় তাপমাত্রা নিরূপণ করেন ১,৫০০ ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীর যেকোনো স্থানের চেয়ে এই তাপমাত্রা শত শতগুন বেশি।

ঝড়ের সময় সৃষ্ট শব্দ তরঙ্গে বৃহস্পতি গ্রহে এক ধরনের স্পট সৃষ্টি হয়েছে, যাকে বিজ্ঞানীরা হট স্পট বলে অভিহিত করছেন। আবহাওয়া ম-লীর উপরের ঘনস্তর ভেদ শব্দতরঙ্গের সৃষ্টি হচ্ছে।

রহস্যময় তাপ যদি স্থানীয় উৎস, যেমন জুপিটারের বিখ্যাত ঝড় থেকে সৃষ্টি হয়, তাহলে অনেক প্রশ্নের উত্তর মেলে।

লিচেস্টার বিশ্ববিদ্যালয়ের ড. টম স্ট্রলার্ড বলেন, বৃহস্পতি গ্রহের তাপের প্রবাহ বোঝার জন্য এটি একটি বড় ধরনের অগ্রগতি।

তিনি বলেন, ভয়েজার যাওয়ার পর থেকে গ্রহটির বায়ুম-লের ওপরের অংশের তাপমাত্রা পরিমাপ করে থাকি। এর ফলে মেরু থেকে বিষুবীয় অঞ্চল পর্যন্ত পুরো গ্রহের তাপমাত্রা গরম থাকে।

Googleplus Pint
Like - Dislike Votes 4 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)