JanaBD.ComLoginSign Up

Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

‘ধুম ৫’-এ একসঙ্গে শাহরুখ-আরিয়ান?

সিনেমা জগৎ 30th Jul 2016 at 7:34pm 726
‘ধুম ৫’-এ একসঙ্গে শাহরুখ-আরিয়ান?

শাহরুখ খান নাকি ছেলে আরিয়ানকে সিনেমায় নামানোর ব্যাপারে রীতিমতো তোড়জোর শুরু করে দিয়েছেন। বলিউড পাড়ায় তো বেশ জোরেশোরে এই গুঞ্জন চলছে। এরকম গুজবের পেছনে কিছু শক্ত কারণও আছে। যেমন, সম্প্রতি শাহরুখ খান ছেলেকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের এক ফিল্ম স্কুলে ভর্তি হয়েছেন। সেখানে তিনি ছেলেকে নানা ছবি দেখিয়ে চলেছেন। ক্লাস করাচ্ছেন অভিনয়ের খুঁটিনাটি ব্যাপারে। এ সব কি আরিয়ানের সিনেমায় নামার ইঙ্গিত নয়?

আরও জানা গেছে, ছেলেকে সিনেমায় নামানোর জন্য বলিউডের নামকরা সব পরিচালক-প্রযোজকের সঙ্গেও কথাবার্তা চালাচ্ছেন শাহরুখ খান। এর আগে শোনা গিয়েছিল আরিয়ানকে নিয়ে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ বানাতে পারেন করণ জোহর। পরে যদিও করণ জোহর এটা অস্বীকার করেন।

এবার শোনা যাচ্ছে, শাহরুখ যশ রাজ ফিল্মস-এর ব্যানারে ছেলেকে ছবিতে নামাতে চাইছেন। অনেক দিন ধরে কথা চলছে তার সঙ্গে যশ রাজ ফিল্মস-এর, ধুম সিরিজের ছবিতে অভিনয়ের ব্যাপারে। সব ঠিক থাকলে ‘ধুম ৫’-এ একসঙ্গে কাজ করবেন শাহরুখ আর আরিয়ান। আপাতত, আরিয়ানের সিনেমায় নামার ব্যাপারে খবর বলতে এই! পাকা খবর কবে পাওয়া যাবে, তার জন্য অপেক্ষা চলুক!

তথ্যসূত্রঃ কালেরকন্ঠ

Googleplus Pint
Like - Dislike Votes 4 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)