JanaBD.ComLoginSign Up
জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

সাধারণ জ্ঞান : বাংলাদেশের ভৌগলিক অবস্থান- শেষ পর্ব

সাধারণ জ্ঞান 31st Jul 2016 at 5:53pm 548
সাধারণ জ্ঞান : বাংলাদেশের ভৌগলিক অবস্থান- শেষ পর্ব

আজকাল পরীক্ষা মানেই সাধারণ জ্ঞান। বিভিন্ন পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত সাধারণ জ্ঞান নিয়ে পড়াশোনা করতে হয়।আজ ‘বাংলাদেশের ভৌগলিক অবস্থান’ নিয়ে আজকের আয়োজনের শেষ পর্ব-

১. প্রশ্ন : আয়তনে সবচেয়ে বড় থানা কোনটি?
উত্তর : শ্যামনগর, সাতক্ষীরা।

২. প্রশ্ন : আয়তনে সবচেয়ে ছোট জেলা কোনটি?
উত্তর : নারায়ণগঞ্জ।

৩. প্রশ্ন : জনসংখ্যার ভিত্তিতে বর্তমানে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি?
উত্তর : ঢাকা।

৪. প্রশ্ন : জনসংখ্যার ভিত্তিতে বর্তমানে বাংলাদেশর ক্ষুদ্রতম জেলা কোনটি?
উত্তর : বান্দরবান।

৫. প্রশ্ন : বর্তমানে বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি?
উত্তর : গাজীপুর।

৬. প্রশ্ন : বর্তমানে বাংলাদেশের ক্ষুদ্রতম উপজেলা কোনটি?
উত্তর : বাগেরহাট।

৭. প্রশ্ন : আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম উপজেলা কোনটি?
উত্তর : বন্দর (নারায়ণগঞ্জ)।

৮. প্রশ্ন : জনসংখ্যার ভিত্তিতে বর্তমানে বাংলাদেশের ক্ষুদ্রতম উপজেলা কোনটি?
উত্তর : থানচি, বান্দরবান।

৯. প্রশ্ন : আয়তনে সবচেয়ে ছোট থানা কোনটি?
উত্তর : ওয়ারী (ঢাকা)।

১০. প্রশ্ন : জনসংখ্যার ভিত্তিতে সবচেয়ে ছোট থানা কোনটি?
উত্তর : বিমানবন্দর (ঢাকা)।

১১. প্রশ্ন : বর্তমানে বাংলাদেশের বৃহত্তম ইউনিয়ন কোনটি?
উত্তর : সাজেক (রাঙ্গামাটি)।

১২. প্রশ্ন : বর্তমানে বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন কোনটি?
উত্তর : হাজিপুর (ভোলা)।

১৩. প্রশ্ন : আয়তনের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর : ৯০তম।

১৪. প্রশ্ন : বাংলাদেশের সর্ব উত্তরের গ্রাম কোনটি?
উত্তর : জায়গীরজোত।

১৫. প্রশ্ন : বাংলাদেশের সর্ব উত্তরের স্থান কোনটি?
উত্তর : বাংলাবান্ধা।

১৬. প্রশ্ন : ভাতশালা ও কোমরপুর সীমান্ত কোন জেলায় অবস্থিত?
উত্তর : সাতক্ষীরা।

১৭. প্রশ্ন : বাংলাদেশের সবচেয়ে বড় ছিটমহল?
উত্তর : দহগ্রাম-আঙ্গুরপোতা।

১৮. প্রশ্ন : দহগ্রাম-আঙ্গুরপোতা কোন জেলার অন্তর্গত?
উত্তর : লালমনিরহাট।

১৯. প্রশ্ন : বাংলাদেশের কোন নদীতে চরের সংখ্যা বেশি?
উত্তর : যমুনা নদীতে।

২০. প্রশ্ন : নির্মল চর কোথায় অবস্থিত?
উত্তর : রাজশাহী জেলায়।

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Noyon Khan
Manager
Like - Dislike Votes 5 - Rating 4 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)