JanaBD.ComLoginSign Up

সাধারণ জ্ঞান : বাংলাদেশের ভৌগলিক অবস্থান- শেষ পর্ব

সাধারণ জ্ঞান 31st Jul 16 at 5:53pm 576
সাধারণ জ্ঞান : বাংলাদেশের ভৌগলিক অবস্থান- শেষ পর্ব

আজকাল পরীক্ষা মানেই সাধারণ জ্ঞান। বিভিন্ন পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত সাধারণ জ্ঞান নিয়ে পড়াশোনা করতে হয়।আজ ‘বাংলাদেশের ভৌগলিক অবস্থান’ নিয়ে আজকের আয়োজনের শেষ পর্ব-

১. প্রশ্ন : আয়তনে সবচেয়ে বড় থানা কোনটি?
উত্তর : শ্যামনগর, সাতক্ষীরা।

২. প্রশ্ন : আয়তনে সবচেয়ে ছোট জেলা কোনটি?
উত্তর : নারায়ণগঞ্জ।

৩. প্রশ্ন : জনসংখ্যার ভিত্তিতে বর্তমানে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি?
উত্তর : ঢাকা।

৪. প্রশ্ন : জনসংখ্যার ভিত্তিতে বর্তমানে বাংলাদেশর ক্ষুদ্রতম জেলা কোনটি?
উত্তর : বান্দরবান।

৫. প্রশ্ন : বর্তমানে বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি?
উত্তর : গাজীপুর।

৬. প্রশ্ন : বর্তমানে বাংলাদেশের ক্ষুদ্রতম উপজেলা কোনটি?
উত্তর : বাগেরহাট।

৭. প্রশ্ন : আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম উপজেলা কোনটি?
উত্তর : বন্দর (নারায়ণগঞ্জ)।

৮. প্রশ্ন : জনসংখ্যার ভিত্তিতে বর্তমানে বাংলাদেশের ক্ষুদ্রতম উপজেলা কোনটি?
উত্তর : থানচি, বান্দরবান।

৯. প্রশ্ন : আয়তনে সবচেয়ে ছোট থানা কোনটি?
উত্তর : ওয়ারী (ঢাকা)।

১০. প্রশ্ন : জনসংখ্যার ভিত্তিতে সবচেয়ে ছোট থানা কোনটি?
উত্তর : বিমানবন্দর (ঢাকা)।

১১. প্রশ্ন : বর্তমানে বাংলাদেশের বৃহত্তম ইউনিয়ন কোনটি?
উত্তর : সাজেক (রাঙ্গামাটি)।

১২. প্রশ্ন : বর্তমানে বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন কোনটি?
উত্তর : হাজিপুর (ভোলা)।

১৩. প্রশ্ন : আয়তনের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর : ৯০তম।

১৪. প্রশ্ন : বাংলাদেশের সর্ব উত্তরের গ্রাম কোনটি?
উত্তর : জায়গীরজোত।

১৫. প্রশ্ন : বাংলাদেশের সর্ব উত্তরের স্থান কোনটি?
উত্তর : বাংলাবান্ধা।

১৬. প্রশ্ন : ভাতশালা ও কোমরপুর সীমান্ত কোন জেলায় অবস্থিত?
উত্তর : সাতক্ষীরা।

১৭. প্রশ্ন : বাংলাদেশের সবচেয়ে বড় ছিটমহল?
উত্তর : দহগ্রাম-আঙ্গুরপোতা।

১৮. প্রশ্ন : দহগ্রাম-আঙ্গুরপোতা কোন জেলার অন্তর্গত?
উত্তর : লালমনিরহাট।

১৯. প্রশ্ন : বাংলাদেশের কোন নদীতে চরের সংখ্যা বেশি?
উত্তর : যমুনা নদীতে।

২০. প্রশ্ন : নির্মল চর কোথায় অবস্থিত?
উত্তর : রাজশাহী জেলায়।

Googleplus Pint
Noyon Khan
Manager
Like - Dislike Votes 9 - Rating 4.4 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি
সাধারন জ্ঞানের আসর - ১৩৮তম পর্ব সাধারন জ্ঞানের আসর - ১৩৮তম পর্ব
Sep 28 at 2:02pm 710
সাধারন জ্ঞানের আসর - ১৩৭তম পর্ব সাধারন জ্ঞানের আসর - ১৩৭তম পর্ব
Sep 24 at 3:12pm 702
সাধারন জ্ঞানের আসর - ১৩৬তম পর্ব সাধারন জ্ঞানের আসর - ১৩৬তম পর্ব
Sep 22 at 5:02pm 573
সাধারন জ্ঞানের আসর - ১৩৫তম পর্ব সাধারন জ্ঞানের আসর - ১৩৫তম পর্ব
Sep 20 at 1:01pm 657
সাধারন জ্ঞানের আসর - ১৩৪তম পর্ব সাধারন জ্ঞানের আসর - ১৩৪তম পর্ব
Sep 10 at 9:51am 941
বিভিন্ন বিষয়ের জনকের নাম জেনে নিন এখান থেকে বিভিন্ন বিষয়ের জনকের নাম জেনে নিন এখান থেকে
Sep 10 at 8:51am 790
জেনে নিন বিভিন্ন বিষয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যক্তিদের নাম জেনে নিন বিভিন্ন বিষয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যক্তিদের নাম
Sep 05 at 8:41am 1,389
সাধারন জ্ঞানের আসর - ১৩৩তম পর্ব সাধারন জ্ঞানের আসর - ১৩৩তম পর্ব
Sep 05 at 8:33am 789

পাঠকের মন্তব্য (0)

Recent Posts আরও দেখুন

নিষেধাজ্ঞা না তুললে অন্য দেশের হয়ে খেলবেন শ্রীশান্ত!
মেসির বিশ্বরেকর্ড ভাঙলেন রোনালদো
পার্টিতে অমিতাভের নাতনির মুখোমুখি রেখা!
ডুয়াল রিয়ার ক্যামেরাযুক্ত মটো গ্রিন পোমেলো উন্মুক্ত
টুথপেস্ট ও লবণের মিশ্রণ: দূর হবে ব্ল্যাকহেডস
পাঁচধাপ এগিয়ে ১৮-তে মুশফিক
মেসির দখলে থাকা যত রেকর্ড
এ সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত ঢালিউড, বলিউড ও হলিউড সিনেমার তালিকা