JanaBD.ComLoginSign Up

হলিউডে চুক্তিবদ্ধ হলেন নার্গিস ফাখরি

সিনেমা জগৎ 2nd Aug 2016 at 3:48pm 235
হলিউডে চুক্তিবদ্ধ হলেন নার্গিস ফাখরি

অভিনেতা উদয় চোপড়ার কাছ থেকে দুঃখ পাওয়ার পর নাকি মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলেন

নার্গিস ফাখরি। এমনকি বলিউড ছেড়ে যাওয়ার চিন্তাও করেছিলেন এই অভিনেত্রী।

তবে পরে নিজেই সব গুঞ্জনে ইতি টেনে বললেন, অভিনয় ছেড়ে কোথাও যাচ্ছেন না তিনি। বরং তাঁর নজর তো আরও উপরে। তিনি বলিউডেই থাকছেন, তবে পাশাপাশি নিয়মিত হতে চান হলিউডেও। এই জন্যই নার্গিস তাঁর দ্বিতীয় হলিউড ছবির জন্য চুক্তিবদ্ধ হলেন সম্প্রতি।

নতুন হলিউড ছবির নাম ফাইভ ওয়েডিংস। এটি পরিচালনা করবেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন পরিচালক নম্রতা সিং গুজরাল। এর আগেও নার্গিসকে ২০১৫ সালে মুক্তি পাওয়া হলিউডের অ্যাকশন-কমেডি ছবি স্পাই-এ দেখা গিয়েছিল। ওই ছবিতে নার্গিসের চরিত্রটি খুবই ছোট হলেও এবারের ছবির মূল চরিত্রে থাকছেন তিনি।

আমেরিকার জনপ্রিয় রিয়েলিটি শো আমেরিকাস নেক্সট টপ মডেল থেকে আলোচনায় আসা নার্গিসের বলিউড অভিষেক হয় রকস্টার ছবি দিয়ে। এই তারকা এরপর বলিউডে মাদ্রাজ ক্যাফে, তু মেরা হিরো, আজাহারের মতো বেশ কয়েকটি ছবিতে কাজ করেন।

তথ্যসূত্রঃ গোনিউজ২৪

Googleplus Pint
Like - Dislike Votes 7 - Rating 7.1 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)