JanaBD.ComLoginSign Up

ইতিহাসের সামনে ইংল্যান্ড

ক্রিকেট দুনিয়া 2nd Aug 16 at 7:11pm 490
ইতিহাসের সামনে ইংল্যান্ড

অনন্য এক ইতিহাস গড়তে যাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট দল। প্রথম দল হিসেবে ঘরের মাঠে ৫০০ টেস্ট আয়োজনের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে ক্রিকেটের জন্মদাতা দেশটি।

পাকিস্তানের বিপক্ষে বুধবার এজবাস্টনে শুরু সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচটি ইংল্যান্ডের মাটিতে ৫০০তম টেস্ট। ঘরের মাঠে দ্বিতীয় সর্বোচ্চ ৪০৪টি টেস্ট আয়োজন করেছে অস্ট্রেলিয়া।

ইংল্যান্ড ঘরের মাঠে প্রথম টেস্ট খেলেছিল ১৮৮০ সালের সেপ্টেম্বরে ঐতিহ্যের ওভালে। ওটা ছিল ইতিহাসের চতুর্থ টেস্ট। ১৮৭৭ ও ১৮৭৯ সালে প্রথম তিন টেস্ট হয়েছিল অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।

ঘরের মাঠে প্রথম টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে ওপেনার উইলিয়াম গিলবার্ট গ্রাসের ১৫২ রানের সুবাদে ইংল্যান্ড তুলেছিল ৪২০ রান। জবাবে অস্ট্রেলিয়া মাত্র ১৪৯ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে করেছিল ৩২৭ রান। মাত্র ৫৭ রানের লক্ষ্যে খেলতে নেমেই অবশ্য ৫ উইকেট হারিয়েছিল স্বাগতিকরা।

ঘরের মাঠে এখন পর্যন্ত ৪৯৯ টেস্টের মধ্যে ইংল্যান্ড জিতেছে ২০৬টি, হার ১১৫টি ও ড্র হয়েছে ১৭৮টি ম্যাচ।

নিজেদের মাটিতে ইংল্যান্ডের সর্বোচ্চ ও সর্বনিম্ন- দুটি স্কোরই ওভালে অ্যাশেজ সিরিজে। ১৯৩৮ অ্যাশেজ সিরিজের পঞ্চম টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছিল ৯০৩ রান। ১৯৪৮ অ্যাশেজ সিরিজের পঞ্চম টেস্টে ইংল্যান্ড গুটিয়ে গিয়েছিল মাত্র ৫২ রানে।

ঘরের মাঠে ইংল্যান্ড সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে, ১৬৬টি। এর মধ্যে ইংল্যান্ডের জয় ৫১টি, হার ৪৯টি আর ড্র হয়েছে ৬৬টি ম্যাচ।

এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮৩, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৪, ভারতের বিপক্ষে ৫৭, নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৪, পাকিস্তানের বিপক্ষে ৪৯, শ্রীলঙ্কার বিপক্ষে ১৮, বাংলাদেশ ও জিম্বাবুয়ের সঙ্গে ৪টি করে টেস্ট ঘরের মাঠে খেলেছে ইংলিশরা।

বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে ইংল্যান্ডের জয়ের রেকর্ড শতভাগ, চার টেস্টের চারটিতেই জয়। আর সর্বনিম্ন ৩১ ভাগ জয় অস্ট্রেলিয়ার সঙ্গে।

৫০০তম টেস্ট খেলতে যাওয়া এজবাস্টনে ৪৮ টেস্টে ইংল্যান্ডের জয় ২৫টি, হার ৮টি ও ড্র ১৫টি। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার পর আর কোনো সফরকারী দল এই মাঠে ইংল্যান্ডকে হারাতে পারেনি। পাকিস্তান এই মাঠে সাত টেস্ট খেলে কখনোই জেতেনি। এবার এজবাস্টন জয় করতে পারবে মিসবাহ-উল-হকের দল?

তথ্যসূত্রঃ রাইজিংবিডি

Googleplus Pint
Like - Dislike Votes 16 - Rating 5.6 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি
হাফিজের অ্যাকশন নিয়ে আবারও প্রশ্ন হাফিজের অ্যাকশন নিয়ে আবারও প্রশ্ন
Yesterday at 11:12pm 284
দুই বছর আগে রোহিতকে শর্মাকে কী বলেছিলেন ওয়ার্নার? দুই বছর আগে রোহিতকে শর্মাকে কী বলেছিলেন ওয়ার্নার?
Yesterday at 9:16pm 598
একনজরে সর্বশেষ আইসিসি ওয়ানডে র‌্যাংকিং একনজরে সর্বশেষ আইসিসি ওয়ানডে র‌্যাংকিং
Yesterday at 8:17pm 483
বাংলাদেশের হারে কপাল পুড়লো ভারতের বাংলাদেশের হারে কপাল পুড়লো ভারতের
Yesterday at 8:12pm 384
শেষ ওয়ানডেতে বিশ্রামে আমলা শেষ ওয়ানডেতে বিশ্রামে আমলা
Yesterday at 8:00pm 199
পাকিস্তানে যেতে রাজি না হলে সিরিজ থেকেই বাদ! পাকিস্তানে যেতে রাজি না হলে সিরিজ থেকেই বাদ!
Yesterday at 7:58pm 267
ক্রিকেটে ফিরে এলো নিষিদ্ধ মানকড় আউট ক্রিকেটে ফিরে এলো নিষিদ্ধ মানকড় আউট
Yesterday at 4:46pm 633
কোহলির প্রশংসায় আমিরের প্রতিক্রিয়া কোহলির প্রশংসায় আমিরের প্রতিক্রিয়া
Yesterday at 4:23pm 359

পাঠকের মন্তব্য (0)

Recent Posts আরও দেখুন

বাণী-বচন : ২০ অক্টোবর ২০১৭
টিভিতে আজকের খেলা : ২০ অক্টোবর, ২০১৭
টিভিতে আজকের চলচ্চিত্র : ২০ অক্টোবর, ২০১৭
অভিনেত্রীর স্বামীর সঙ্গে পরকীয়া করার চেষ্টা মিয়া খলিফার
বিরামহীন ফুটবলে নিজেকে ছাড়িয়ে গেছেন মেসি
হাফিজের অ্যাকশন নিয়ে আবারও প্রশ্ন
আজকের রাশিফল : ২০ অক্টোবর, ২০১৭
আজকের এই দিনে : ২০ অক্টোবর, ২০১৭