JanaBD.ComLoginSign Up

সালমান প্রকৃত সুলতান : অক্ষয়

বিবিধ বিনোদন 3rd Aug 2016 at 2:30pm 308
সালমান প্রকৃত সুলতান : অক্ষয়

বলিউডের জনপ্রিয় দুই অভিনেতা অক্ষয় কুমার এবং সালমান খান। একসঙ্গে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তারা। পাশাপাশি তারা যে দুইজন বন্ধু তা আবারও প্রমাণিত হলো।

কিছুদিন আগে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত সিনেমা সুলতান। মুক্তির পর বক্স অফিসে ঝড় তোলে সিনেমাটি। এছাড়া সালমানের সিনেমা মানেই যেন ব্যবসাসফল। তাই সবাই তাকে বলিউডের সুলতান বলে ডাকছেন।

কিন্তু সম্প্রতি বলিউডের ‘ভাইজান‘ খ্যাত অভিনেতা সালমান বলেন, ‘অক্ষয় কুমার বছরে ৩-৪টি ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে থাকেন। তাই সুলতান তকমাটা তারই পাওয়া উচিত।’

সালমানের কথা শুনে আবেগাপ্লুত অক্ষয় ভারতীয় একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি মনে করি এটি তার মহত্ব, এজন্য তিনি এমনটা বলেছেন। এটি দ্বারা প্রমাণ হয় তিনি কত বড় মনের মানুষ। সালমান প্রকৃত সুলতান।’

চলতি বছর অক্ষয় কুমার অভিনীত এয়ারলিফট এবং হাউজফুল-থ্রি সিনেমা মুক্তি পেয়েছে। দুটি সিনেমাই বক্স অফিসে শত কোটির মাইলফলক পার করেছে। এছাড়া আগামী ১২ আগস্ট মুক্তি পাচ্ছে এ অভিনেতার পরবর্তী সিনেমা রুস্তম।

তথ্যসূত্রঃ রাইজিংবিডি

Googleplus Pint
Like - Dislike Votes 4 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)